জিরো পয়েন্ট নিউজ – সুরজিৎ চক্রবর্তী, হুগলি, ১২ জুন ২০২৪ :
লোকসভা ভোটের ফলাফল বের হতেই রাজ্যের জেলায় জেলায় ঝড়ের গতিতে শুরু হয়েছে শিবির বদল। মূলত বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে দলবদলের চিত্র দেখা যাচ্ছে সর্বত্র। ভোটের পর হুগলি জেলার খানাকুলে বিজেপির নেতৃত্বের অভাব দেখা যাচ্ছে । কিশোরপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার বাউনখানা ভিমতলা তৃণমূলে যোগদান করলেন ১৪৯ জন বিজেপির কর্মী।