07/10/2024 : 7:46 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ট্রান্সফরমার লোড মাপতে গেলে হঠাৎই হামলা! বেধড়ক মারধর বিদ্যুৎ দপ্তরের কর্মীদের!

জিরো পয়েন্ট নিউজ – পূর্বস্থলী,৭ জুন ২০২৪ :


পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই ব্লকের উখরা এলাকায় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ব্যাপক মারধর করার অভিযোগ। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার রাত্রি নাগাদ ঘটনাস্থলে পূর্বস্থলী থানা পুলিশ পৌঁছে আক্রান্ত বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উদ্ধার করে বলে জানা গেছে। জানা যায় পূর্বস্থলীর মোবাইল ভ্যানের বিদ্যুৎ দপ্তরের কর্মীরা একটি ভোল্টেজের সমস্যার কল পেয়ে বৃহস্পতিবার রাত্রি নাগাদ বেলেরহল্টের উখড়া এলাকায় একটি ট্রান্সফরমার সারাতে যায়।

ট্রান্সফরমার সারাতে গিয়ে ট্রান্সফরমারের কোন সমস্যা না পেয়ে, ট্রান্সফরমার লোড মাপতে যাওয়ার সময় হঠাৎই কয়েকজন বিদ্যুৎ দপ্তরের কর্মীদেরকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় তিনজন গুরুতর জখম বাপ্পা পাল, বিকাশ দাস এবং রতন রায়। ঘটনায় সকলেই পূর্বস্থলীর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন বলে সূত্রের খবর। ঘটনা প্রসঙ্গে শুক্রবার পূর্বস্থলীর এসএম ইন্দ্রনীল দেবনাথ তিনি বলেন “আমাদের কর্মীরা কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। পূর্বস্থলী থানা পুলিশ তাদেরকে গিয়ে উদ্ধার করে। তিন জন যখম অবস্থায় চিকিৎসাধীন”।

Related posts

ঠাকুরনগরে বাম ছাত্র- যুবদের রক্তদান শিবির

E Zero Point

বন্যার জলে ভাসল গলসীর দাদপুর গ্রাম -শতাধিক দুর্গতদের খাবারের ব্যবস্হা

E Zero Point

বিজেপির মুষ্টিভিক্ষা সংগ্রহ মন্তেশ্বরে

E Zero Point

মতামত দিন