জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ৩ জুন ২০২৪ :
প্ল্যাটফর্মে থাকা ‘অবৈধ’ স্টল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বর্ধমান স্টেশনে। রবিবার গভীর রাতে বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মে থাকা ‘অবৈধ’ স্টলগুলি ভাঙতে গেলে প্রথমে বাধার সম্মুখীন হয় আরপিএফ-কে। ব্যবসায়ীরা আরপিএফ কর্মীদের বাধা দেওয়ার পাশাপাশি প্রতিবাদে লাইনে নেমে রেল অবরোধেরও চেষ্টা করেন। যদিও আরপিএফ কর্মীরা তাঁদের হঠিয়ে দেন।
ব্যবসায়ীরা জানান, আগে থেকে কোনওরকম নোটিশ না দিয়ে আরপিএফ হঠাৎ করেই এই উচ্ছেদ অভিযান চালায়। সেই উচ্ছেদ অভিযানেরই প্রতিবাদ জানান তাঁরা। ফলে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। ব্যবসায়ীরা লাইনের উপর বসে পড়েন। তবে সঙ্গে সঙ্গে আরপিএফ তাঁদের রেল লাইন থেকে সরিয়ে দেয়। ফলে ট্রেন চলাচলে কোনওরকম প্রভাব পড়েনি বলেই জানা যাচ্ছে।