জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, হাওড়া, ১২ জুন ২০২৪ :
সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার ফের এবার স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ। ফের শিরোনামে হাওড়ার ডোমজুড়। ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই হামলা এবার স্কুল ছাত্রীর উপর। ডোমজুড় থানার অন্তর্গত লক্ষ্মণপুরের বাসিন্দা দশম শ্রেণীর ওই ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ প্রেমিক সহ কয়েকজন যুবকের বিরুদ্ধে।
পুলিশ সূত্রের খবর আহত ছাত্রী তার প্রেমিকের সঙ্গে দেখা করতে আসে ডোমজুড় বিডিও অফিসের সামনে। সেখানেই সেই যুবক একাধিক যুবকের সঙ্গে দাঁড়িয়েছিল। ছাত্রীটিকে তারা জোর করে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করে। ছাত্রীটি বাধা দেয়। আর বাধা দিতেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে শুরু করে ওই যুবকরা।
হামলাকারী যুবকদের হাত থেকে কোনওরকমে নিজেকে বাঁচিয়ে একটি টোটোতে উঠে পড়ে ওই ছাত্রী। কিছুটা রাস্তা আসার পর অচৈতন্য হয়ে পড়ে সে। টোটো চালক ও অন্য যাত্রীরা তাকে ভর্তি করে ডোমজুড়ের এক বেসরকারি হাসপাতালে। খবর দেওয়া হয় ছাত্রীর পরিবারকেও।
কে বা কারা এই ঘটনা ঘটাল তা তদন্ত করে দেখছে পুলিশ। আহত ছাত্রীর সঙ্গে কথা বলে যুবকের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে ডোমজুড় থানার পুলিশ। গতকাল দুপুরে ডাকাতি আর তারপর রাতেই ছাত্রীর উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় ডোমজুড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।