07/10/2024 : 9:04 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আবার দুর্ঘটনা মেমারিতেঃ ডাম্পারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

জিরো পয়েন্ট নিউজ –  মেমারি, ১১ জুলাই ২০২৪ :


ফের মেমারির দুর্গডাঙার চাকতিপাড়া সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনা । ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন এক বাইক আরোহী । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২-৩০ মিনিট থেকে ৩ টে নাগাদ । জানা গেছে মৃত বাইক আরোহী নাম সাধন ঘোষ। মেমারির কালিবেলের নান্দিয়ারা গ্রামের বাসিন্দা । বয়স আনুমানিক ৫০ বছর। পরিবার সূত্রে জানা যায়, মৃত সাধন ঘোষের দুই ছেলে ও স্ত্রী বর্তমান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মেমারির দিক থেকে সাতগেছিয়ার দিকে একটি বাস যাচ্ছিল এবং চাকতি পাড়ার কাছে যাত্রী তোলার জন্য বাসটি দাঁড়ায়। সেই সময় পেছন থেকে আসা বাইক আরোহী বাসের পিছনে ধাক্কা মারে। আর ঠিক সেই সময়ই মেমারির দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্পার সজোরে বাইক আরোহীকে ধাক্কা মারাই তিনি গুরুতরভাবে জখম হন।

সেই সময় বৃষ্টিপাতের মধ্যেই সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেমরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

কালিবেলের বাসিন্দা প্রতিবেশী দুর্গপদ মন্ডল জানান, সাধন ঘোষের কালিবেলে বাজারে প্রতিষ্ঠিত বড় মুদিখানা দোকান আছে। তিনি বর্ধমান থেকে মুদিখানার মাল নিয়ে বাইকে করে মেমারি হয়ে ফিরছিলেন। আর এরই মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনা।

মৃত সাধন ঘোষের দাদা জানান, কিছুদিন আগেই এই এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রশাসনের উচিৎ প্রত্যেক মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ দেওয়া। ডাম্পারের গতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসনিক হস্তক্ষেপের দাবী জানান তিনি।

মেমারি থানার পুলিশ ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ডাম্পারটিকে আটক করে কিন্তু চালক পলাতক। মেমারি হাসপাতাল থেকে মৃত দেহ উদ্ধার করে মেমারি থানায় নিয়ে আসে পুলিশ।

 

Related posts

ভাতার বিধানসভার বিধায়কের একুশে জুলাই শহীদ দিবস পালন

E Zero Point

ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মেমারির পাহাড়হাটিতে

E Zero Point

নাদনঘাটে সাপের কামড়ে ছাত্রীর মৃত্যু

E Zero Point

মতামত দিন