জিরো পয়েন্ট নিউজ, এম.কে হিমু, মেমারি, ১২ জুলাই ২০২৪ :
স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে তিনটি পৃথক বিষয়ে কর্মশালা করা হলো মেমারিতে। শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ে উদ্ভিদজাত খাবার, বৈদ্যুতিন বর্জ্য ও আর্থিক সাক্ষরতা বিষয়ে কর্মশালায় স্কুলের নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শতাধিক ছাত্রী ও শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
স্টার্ট আপ ফাউন্ডেশনের পক্ষ থেকে অহনা ব্রহ্মচারি পুষ্টিযুক্ত স্বাস্থ্যকর খাদ্যাভাস ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন বিষয়ে, কোন নিরামিষ আহারে আমিষসম একই পুষ্টিগুণ আছে ও নিত্য খাদ্য তালিকায় প্যাকেটজাত খাবারের বদলে টাটকা খাবারের গুরুত্ব কেন বেশী সেই নিয়ে সচেতনতা মূলক বক্তব্য রাখেন।
এছাড়াও পার্থপ্রতিম মিত্র বর্তমান সময়ে ইলেকট্রনিক বর্জ্যের বিষয়ে সচেতন করেন ছাত্রীদের ও ইলেকট্রনিক বর্জ্যের সংগ্রহ অভিযানও শুরু করার কথা বলেন। ছাত্রীদের মধ্যে সুরক্ষিত ভবিষ্যতের জন্য আর্থিক সঞ্চয়ের ভাবনা স্কুলস্তর থেকেই গড়ে তুলতে হবে এই বিষয়ে বক্তব্য রাখেন স্টার্ট আপ ফাউন্ডেশনের কৌস্তভ সামন্ত। প্রায় ১ ঘন্টার এই সেমিনারে ছাত্রীরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন বিভিন্ন বিষয়গুলো।
স্বেচ্ছাসেবী সংস্থার তরফে সন্দীপন সরকার জানান “তিনটি পরিবেশ ও সামাজিক সমস্যা নিয়ে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ভাবনা গড়ে তুলতে ও তাদের সুষম ভবিষ্যতের জন্য এহেন উদ্যোগ, পূর্ব বর্ধমান জেলার বাইরেও অনান্য জেলা গুলিতেও এই অভিযান সংস্থার তরফে চলবে।
এদিন মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চন্দ্রা চ্যাটার্জী সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, স্কুলের ছাত্রীরা পড়াশুনোর সাথে সাথে সামাজিক দায়িত্ব ও স্বনির্ভরতার জ্ঞান লাভ করে এই ধরনের সেমিনারের মাধ্যমে।