07/09/2024 : 2:30 PM
অন্যান্য

মোহনবাগান দিবস পালন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৪ অগাষ্ট ২০২৪ :


মেমারি মোহনবাগান ফ্যানস ক্লাবের উদ্যোগে রবিবার বিকালে মিলনসংঘ পাঠাগারে মোহনবাগান দিবস পালন করা হয়। মোহনবাগান এর পতাকা উত্তোলনের মাধ্যমে ও এক মিনিট নীরবতা পালনের পর অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবপ্রসাদ সরকার, সহ সভাপতি আশিস ঘোষ দোস্তিদার, বিশেষ অতিথি অজয় ভট্টাচাৰ্য। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন মেমারি মোহনবাগান ফ্যানস ক্লাবের সভাপতি অমিত চক্রবর্তী।

ক্লাব সদস্য সৌভিক রায় চৌধুরী বলেন মেমারি ও তদসংলগ্ন এলাকার ফুটবল কোচিং একাডেমি খেলোয়াড়দের একত্রিত করে আগামী দিনে কোনো ফুটবল প্রতিযোগিতা  শুরু করা যায় সেই চেষ্টা করা হবে। একই সাথে মেমারি থেকে ভালো ফুটবল খেলোয়াড় তৈরি করার চেষ্টাও করা হবে। উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা স্নেহাশীষ রায়, শুভাশিষ মল্লিক, অন্নুদেব দাস, সৌমেন চৌধুরী প্রমুখ।

 

Related posts

রমজানের সামাজিক উপকারিতা : আত্মশুদ্ধির এক ঐক্যবদ্ধ প্রচেষ্টা

E Zero Point

আমফান- এর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত সেবাশ্রম সংঘ

E Zero Point

রেড জোন হাওড়ার টিকিয়া পাড়ায় কর্তব্যরত পুলিশবাহীনির উপর আক্রমণ

E Zero Point

মতামত দিন