জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৭ সেপ্টেম্বর ২০২৪ :
আর.জি,কর মেডিকেল কলেজের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও নির্মম ভাবে হত্যার ৫০ দিন হয়ে গেল। এখনও দোষীরা শাস্তি পায়নি। রাজ্যপুলিশেক ব্যর্থতা ও সিবিআইয়ের ধীরগতিতে বিচার প্রক্রিয়া থমকে। শুক্রবার আর জি কর নৃশংসতার বিচার চেয়ে সি আই টি ইউ, কৃষকসভা, খেতমজুর ইউনিয়নের আহ্বানে বর্ধমান শহরে বর্ধমান সদর মহকুমার বর্ধমান স্টেশন থেকে কার্জনগেট মিছিল করা হয়।
প্রতিবাদী মানুষেক জনসমুদ্র রূপী মিছিলের পর একটি সভা অনুষ্ঠিত হয় কার্জন গেট চত্বরে। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা নজরুল ইসলাম। বক্তব্য রাখেন কৃষকসভার নেতা সমর ঘোষ, খেতমজুর ইউনিয়ন নেতা মিজানুর রহমান, রাজ্য কৃষকসভা সম্পাদক অমল হালদার।
আপনার এলাকা, সংস্থা, প্রতিষ্ঠানের যে কোন সংবাদ, সমস্যা, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর প্রকাশের জন্য ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন জিরো পয়েন্টের সঙ্গে।
মো. 9375434824/ 7797331771