30/01/2025 : 5:14 PM
আমার দেশ

পথ নিরাপত্তা সপ্তাহ পালন নাদনঘাটে

জিরো পয়েন্ট নিউজ –সৈয়দ আবু জাফর, পূর্ব বর্ধমান, ৩০ জানুয়ারি ২০২৫ :


গত ২৭ জানুয়ারি থেকে চলছে পথ নিরাপত্তা সপ্তাহ।  আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার উদ্যোগে আজ একটি  শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা নাদন ঘাট থানা প্রাঙ্গন থেকে শুরু হয়ে নাদন ঘাট মোড় থেকে এসটিকেকে রোড ধরে নিমতলা বাজার হয়ে আবার নাদনঘাট থানা প্রাঙ্গণে এসে শেষ হয়।

সারা দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই ঘটে চলেছে পথ দুর্ঘটনা। অনেক ক্ষেত্রে এই পথ দুর্ঘটনায় প্রাণ হারাতে হয় অনেককেই। রাস্তায় বেরিয়ে সামান্য অসতর্কতার জন্য আর ফেরা হয় না ঘরে প্রিয়জনদের কাছে। একটু সাবধানতা অবলম্বন করলে কাউকেই আর পথের বলি হতে হয় না। পথ নিরাপত্তা সপ্তাহে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা ও সচেতনতার প্রচার করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। কিছু সচেতনতা যেমন – সর্বদা হেলমেট পড়ে বাইক চালানো, গাড়ির গতি সর্বদা নিয়ন্ত্রণে রাখা, বাইক বা গাড়ি চালানোর সময় ফোনে কথা না বলা, দুজনের এর অধিক বাইকে আরোহন না করা, মদ্যপ অবস্থায় গাড়ি বা বাইক না চালানো, ট্রাফিক আইন মেনে চলা ইত্যাদি সামান্য কিছু সাবধানতা মেনে চললেই এড়ানো যেতে পারে পথ দুর্ঘটনার হার।

অকালে ঝরে যাওয়ার হাত থেকে বাঁচতে পারে প্রান। পথ নিরাপত্তা নিয়ে আজ নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ জানান মানুষের মধ্যে পথ নিরাপত্তা সচেতনতা বাড়াতে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম করা হয়। আজকের কর্মসূচিও পথ নিরাপত্তা নিয়ে মানুষকে সচেতন করার জন্য। আজ নাদনঘাট থানার পুলিশ কর্মীদের পাশাপাশি সমুদ্রগড় উচ্চ বিদ্যালয় এনসিসি ক্যাডার ,সিভিক ভলেন্টিয়ার , এলাকার জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষ আজকের এই কর্মসূচিতে অংশ নেন।

নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টগ্রাম জানান গত অক্টোবর মাসে কালীপুজোর রাতে নাদানঘাট থানা এলাকায় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় চারজনের প্রাণহানি হয় এবং এর পরবর্তীতে আরো দুবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুজন এবং আরো একবার তিনজনের। এদিন তিনি জানান প্রতিবারই বাইক দুর্ঘটনা ঘটে।

তিনি আরো জানান এরপর থেকে বারবার পথ নিরাপত্তা নিয়ে সচেতনতার প্রচার চালিয়ে বর্তমানে দুর্ঘটনার হার অনেকটাই কমেছে বলে এদিন জানান তিনি। সর্বসাধারণের উদ্দেশ্যে এদিন তিনি বলেন পুলিশের কেস খাওয়ার হাত থেকে বাঁচার জন্য নয় প্রিয়জনদের কাছে ঘরে ফেরার জন্য প্রত্যেক কে হেলমেট ব্যবহার করতে বলেন।

Related posts

২০২০-র জুলাই মাসের অপরিশোধিত তেল উৎপাদন ২,৬৩৩.৫৯ টিএমটি

E Zero Point

একদিনে অক্সিজেন এক্সপ্রেস রেকর্ড পরিমান ১১১৮ মেট্রিক টন

E Zero Point

করোনা আবহে উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার উপ-নির্বাচন ঘোষণা

E Zero Point

মতামত দিন