জিরো পয়েন্ট নিউজ, বিশেষ সংবাদদাতা, জামালপুর, ৩০ জানুয়ারি ২০২৫ :
সারা রাজ্য জুড়ে চলছে নবম পর্যায়ে দুয়ারে সরকার। পূর্ব বর্ধমানের জামালপুরে আজ পাড়াতল ১ ও ২ পঞ্চায়েতে দুয়ারে সরকার অনুষ্ঠিত হয়। দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খাঁন, ব্লক কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম,দুই প্রধান মাবিয়া বেগম শেখ, কামিনীকুমদ ঘোষ, উত্তম হাজারি, আনোয়ার সরকার সহ অন্যান্যরা।
ক্যাম্প ঘুরে তাঁরা ক্যাম্প আসা ব্যক্তিদের সাথে কথা বলেন। সকলের সুবিধা অসুবিধার কথা শুনে তার সমস্যা সমাধানে চেষ্টা করেন।