19/10/2024 : 8:15 PM
ক্রিকেটখেলা

ভারতকে লড়াইয়ে ফেরালেন মুম্বইকর সরফরাজ খানঃ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান

জিরো পয়েন্ট বিশেষ সংবাদদাতা, ১৯ অক্টোবর ২০২৪ :


বৃষ্টিতে প্রথম দিন খেলা হয়নি। দ্বিতীয় দিন মাত্র ৪৬ রানে ভেঙে পড়ে ভারতীয় দলের ব্যাটিং। শুক্রবার তৃতীয় দিনের শেষে ভারতের রান ৩ উইকেটে ২৩১। এখনও ১২৫ রানে পিছিয়ে রোহিত শর্মারা। শুক্রবার শেষ বলে আউট হলেন বিরাট কোহলি।

প্রথম ইনিংসে ৩৫৬ রানে এগিয়ে যাওয়ায় বেশ আত্মবিশ্বাসী ছিল নিউজিল্যান্ড। কিন্তু পাল্টা লড়াইয়ে সেই ক্ষতে প্রলেপ লাগিয়ে দিলেন রোহিতরা। শুরুটা খারাপ করেনি ভারত। ওপেন করতে নামেন যশস্বী জয়সওয়াল ও অধিনায়ক রোহিত শর্মা। ৩৫ রানে নিজের উইকেট দিয়ে এলেন যশস্বী। রোহিত শর্মা রক্ষণাত্মক খেলেও আউট হন ৫২ রান করে। ৯৫ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর ভারতের ব্যাটিংয়ে হাল ধরেন বিরাট কোহলি ও সরফরাজ খান। ৭০ রান করেন বিরাট কোহলি। ৭০ রান আসে সরফরাজ খানের ব্যাটেও। ৪৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান তোলে টিম ইন্ডিয়া।

বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিনের শেষে ৭০ রানে অপরাজিত ছিলেন সরফরাজ খান। চতুর্থ দিন খেলা শুরু হওয়ার পর থেকেই ছন্দে ছিলেন তিনি। ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে রান তুলতে থাকেন। তাঁকে প্রতি শটেই বেশ আত্মবিশ্বাসী দেখা গিয়েছে। থার্ড ম্যান অঞ্চলে বেশি রান তুলেছেন সরফরাজ। সেঞ্চুরি করার পর তাঁর ব্যাটিংয়ের স্টাইল বদলে যায়নি। তাঁর মধ্যে একটা প্রবণতা রয়েছে, শতরান করার পর আরও বড় ইনিংস গড়ার। কয়েকদিন আগে ইরানি কাপে মুম্বইয়ের হয়ে ২২২ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছিলেন সরফরাজ খান। এ বার কিউয়িদের বিরুদ্ধে তাঁর ব্যাটে ডাবল সেঞ্চুরি আসে কিনা, তা দেখার অপেক্ষা।

৫৭তম ওভারে টিম সাউদিকে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন সরফরাজ। বল বাউন্ডারি লাইন স্পর্শ করতেই ক্রিজের এদিক ওদিক ব্যাট নিয়ে ছুটলেন। মুখে তাঁর তৃপ্তির হাসি। ব্যাট উপরে তুলে লাফিয়ে সেলিব্রেশন করলেন সরফরাজ। ঘরোয়া ক্রিকেটে সরফরাজ অনবদ্য। রানের ফোয়ারা বইয়েছেন সেখানে। এই প্রথম বার দেশের জার্সিতে সেঞ্চুরি করে বেশ তৃপ্ত দেখাল সরফরাজকে। সেঞ্চুরি করার পথে তাঁর ব্যাটে এসেছে ১৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা।

 

Related posts

বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা কলানবগ্রাম চক্রের

E Zero Point

রাজ্যস্তরীয় তাইকোন্ড সিলেকশন মেমারিতে

E Zero Point

নীরজ চোপড়াঃ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের রুপো

E Zero Point

মতামত দিন