জিরো পয়েন্ট নিউজ, হাওড়া, ২৪ অক্টোবর ২০২৪ :
ঘূর্ণিঝড় ‘দানা’-র কারণে শুক্রবার হাওড়া ডিভিশন ৬৮টি লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল। বুধবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার ভোর ৪ টে থেকে সকলা ১০ টা পর্যন্ত ওই ৬৮টি লোকাল ট্রেন বাতিল থাকছে। সেগুলির মধ্যে হাওড়া থেকে ২৫টি ট্রেন ছাড়ার কথা ছিল। ১২টি ট্রেন ছাড়ার কথা ছিল ব্যান্ডেলে। তাছাড়াও শেওড়াফুলি, শ্রীরামপুর, কাটোয়া, মেমারি, পান্ডুয়া, বারুইপাড়া, চন্দনপুর, গুড়াপ, মসাগ্রাম, তারকেশ্বর, আরামবাগ, গোঘাট, সিঙ্গুর এবং বেলুড় মঠ থেকে ছাড়া কয়েকটি লোকাল ট্রেনও বাতিল করে দেওয়া হয়েছে।
কোন স্টেশন থেকে কতগুলি লোকাল ট্রেন বাতিল করা হল?
(১) হাওড়া: ২৫ (২) ব্যান্ডেল: ১২ (৩) বর্ধমান: ৫ (৪) শেওড়াফুলি: ৬ (৫) শ্রীরামপুর: ২ (৬) কাটোয়া: ২ (৭) মেমারি: ১ (৮) পান্ডুয়া: ১ (৯) বারুইপাড়া: ১ (১০) চন্দনপুর: ১ (১১) গুড়াপ: ১ (১২) মসাগ্রাম: ১ (১৩) তারকেশ্বর: ৫ (১৪) আরামবাগ: ২ (১৫) গোঘাট: ১ ( ১৬) সিঙ্গুর: ১ (১৭) বেলুড় মঠ: ১
শুক্রবারের লোকাল ট্রেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
১) ভোর ৪ টে থেকে সকাল ১০ টা পর্যন্ত যে ট্রেনগুলি চলবে, সেগুলি প্রতিটি স্টেশনে দাঁড়াবে।
২) যদি সকাল ১০ টার পরে কোনও লোকাল ট্রেন বাতিল করা হবে কিনা, তা পরিস্থিতির উপর বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।