19/11/2025 : 10:19 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

মন্তেশ্বরে বাঘাসনে লাউ গাছ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে অশান্তি, মারপিট আহত একাধিক

জিরো পয়েন্ট নিউজ, মন্তেশ্বর, ১ নভেম্বর ২০২৫ঃ


শনিবার সকাল ৯ টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অধীনে বাঘাসনে লাউ গাছ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে অশান্তি, মারপিট। এই ঘটনায় উভপক্ষের কয়েকজন আহত হয়। স্থানীয়রা দেখতে পেয়ে বচসা থামিয়ে তাঁদের মন্তেশ্বর হাসপাতালে পাঠায়। জানা যায় বাড়ির পাশে একটি লাউ গাছ কাটাকে কেন্দ্র করে এই ঝগড়া অশান্তি। আরও জানা যায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে মন্তেশ্বর থানায় অভিযোগ করবে। শুনবো কী বললেন তারা।

Related posts

বর্ধমানের পুলিশ অফিসার পেলেন ২০২১ সালের সেরা তদন্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পদক

E Zero Point

বিধানসভা নির্বাচনের আগে মালদায় ধূলিস্যাৎ কংগ্রেস

E Zero Point

পুলিশকে সম্বর্ধনা ও আদিবাসী এলাকায় পানীয় জলের ব্যবস্থা

E Zero Point

মতামত দিন