06/05/2024 : 5:03 PM
অন্যান্য

ইন্টারনেট পরিষেবা ঠিক রাখার জন্য সোশ্যাল নেটওর্য়াকে লাগাম

বর্তমানে করোনাভাইরাসের প্রকোপে জেরবার গোটা বিশ্ব। গৃহবন্দি দুনিয়ার বেশির ভাগ মানুষই। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ইন্টারনেট। এই কারণে অনেক সময়ই ইন্টারনেটের স্পিড কমে যায়, বাফারিং হতে থাকে। পরিস্থিতি বুঝে তাই ইন্টারনেটের গতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল WhatsApp। শুধু WhatsApp নয়, আরও কিছু সংস্থাও এ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি YouTube, Netflix, facebook সহ একাধিক ভিডিও স্ট্রিমিং কোম্পানি নিজেদের ভিডিও কোয়ালিটি কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। WABetaInfo ওয়েবসাইটে প্রথম এই তথ্য সামনে এসেছে। লেটেস্টে বিটা ভার্সন 2.20.107 ও লেটেস্ট স্টেবল ভার্সন 2.20.89 -এ ইতিমধ্যেই 15 সেকেন্ডের বেশি লম্বা ভিডিও পোস্ট করা যাচ্ছে না। 15 সেকেন্ডের বেশি লম্বা ভিডিও স্টেটাসে পোস্ট করার চেষ্টা করলে জানানো হচ্ছে, “আপনার স্টেটাসের ভিডিওতে প্রথম 15 সেকেন্ড দেখানো হবে।” লকডাউনের সময় ইন্টারনেট পরিষেবার উপরে চাপ কমানোর জন্যই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে WhatsApp। যদিও এই বিষয়ে এখনও WhatsApp-এর তরফ থেকে কোন মন্তব্য প্রকাশ্যে আসেনি।

Related posts

ধূমপান ও তামাক বর্জনের উত্তম সময় রমজান

E Zero Point

মেমারিতেও ন’টা থেকে ৯ মিনিট, মোদির ডাকে জ্বললো প্রদীপ….বাজলো শঙ্খও, সঙ্গে শব্দ বাজিও…এরপর কি হবে?

E Zero Point

দেশের মধ্যে মৃত্যুহার সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেঃ কেন্দ্রীয় রিপোর্ট

E Zero Point

মতামত দিন