05/05/2024 : 8:21 AM
অন্যান্য

মেমারিতে মহিলারা লাইন দিয়ে জনধনের টাকা তুলছেন : কেন্দ্র থেকে ২০ কোটি মহিলা জনধন অ্যাকাউন্টধারীদের খাতায় প্রথম কিস্তি জমা পড়ল

সংবাদসংস্থাঃ COVID-19 প্রাদুর্ভাবের প্রেক্ষিতে গত মাসে কেন্দ্রীয় সরকারের ত্রাণ প্যাকেজের অংশ হিসাবে প্রায় ২০ কোটি মহিলা জনধন অ্যাকাউন্টধারীদের কাছে 500 টাকার প্রথম কিস্তি হস্তান্তর করা হয়েছে। সরকারী সূত্র জানায়, প্রতিটি অ্যাকাউন্টে অর্থ পৌঁছেছে এবং সুবিধাভোগীরা সামাজিক দূরত্বের নিয়মকে মাথায় রেখে তাদের প্রয়োজন অনুযায়ী তা প্রত্যাহার করতে পারবেন। গত মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছিলেন যে প্রায় ২০.৫ কোটি মহিলা জনধন অ্যাকাউন্টধারীরা তাদের পরিবার পরিচালনার জন্য আগামী তিন মাসের জন্য প্রতি মাসে ৫০০ টাকা পাবে, যা লকডাউনের কারণে সৃষ্ট আর্থিক সমস্যাগুলি মোকাবিলা করবে।

মেমারি শহরেও বিভিন্ন ব্যাঙ্কে এখন মহিলারা সামাজিক দূরত্ব মেনে কেন্দ্র সরকারের এই টাকা তোলার জন্য লাইনে দাঁড়িয়েছেন। কোন কোন ব্যাঙ্ক রোদ থেকে বাঁচার জন্য ছাউনির ব্যবস্থা করেছেন।

 

Related posts

দিল্লীর দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য অর্থ সংগ্রহ মেমারিতে

E Zero Point

রমজান মাসে বিদ্যুৎ না থাকায় গলসি সাব স্টেশন অফিসে বিক্ষোভ

E Zero Point

করোনা নয়, নারকেল গাছে সাদা মাছি

E Zero Point

মতামত দিন