06/05/2024 : 3:30 AM
অন্যান্য

রাজ্যে করোনা হটস্পট হিসেবে ১০টি জায়গাকে চিহ্নিত করা হল

সংবাদ সংস্থাঃ করোনার গোষ্ঠী সংক্রমণ রুখতে সংক্রমণের সম্ভাবনা রয়েছে এমন জায়গা চিহ্নিত করে করে হটস্পট গুলিকে সম্পূর্ণ ভাবে সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

গত ১০ এপ্রিল  রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা নবান্নে সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্যে এখনো পর্যন্ত এমন যে দশটি হটস্পটকে চিহ্নিত করা হয়েছে সম্পূর্ণ বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে দিয়ে সেই জায়গা গুলিকে আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণভাবে লক ডাউন এর পাশাপাশি সিল করে দেওয়ার কথা ঘোষণা করা হবে। এই নিয়ে তিনি বিভিন্ন পুরসভা, পুর নিগম ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেছেন। গ্রামীণ এলাকায় যেসব হটস্পট রয়েছে সেখানে ব্লক, গ্রাম পঞ্চায়েত ও গ্রাম এবং শহর এলাকায় সংশ্লিষ্ট রাস্তা ও সংক্রমিত হওয়া এলাকাকে এই লক ডাউনের আওতায় আনা হবে বলে মুখ্যসচিব জানিয়েছেন। এই সময় ওই এলাকা থেকে কোন মানুষ গ্রামের বাইরে যেতে পারবেন না বা বাইরের কোনো মানুষ গ্রামে আসতে পারবেন না বলেও মুখ্য সচিব জানান। খুব ছোট জায়গায় সীমাবদ্ধ থাকা এই সব হটস্পট গুলিতে বসবাসকারী স্থানীয় মানুষদের আরও সচেতন হওয়ার পাশাপাশি কঠোরভাবে লক ডাউন মানতে প্রশাসনকে কড়া হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। তবে এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেন কোন ভাবেই আতঙ্ক না ছড়ায় সেই কারণে মুখ্য সচিব কোন হটস্পট এর নাম জানাতে চাননি।

 

Related posts

রাণাঘাটে আর্জেন্ট ব্লাড সার্ভিস-এর পক্ষ থেকে পথচলতি মানুষের থার্মাল স্ক্রিনিং করা হয়

E Zero Point

গলসীতে ৪০০০ পরিবারকে অন্নসামগ্রী বিতরণ

E Zero Point

বিহারের মোতিহারিতে ইট ভাটায় এক দুর্ঘটনাজনিত কারণে জীবনহানির ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

E Zero Point

মতামত দিন