05/05/2024 : 6:36 PM
অন্যান্য

জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ

ভারতজুড়ে ৩ মে পর্যন্ত চলবে লকডাউন৷ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মোদি জানান, স্থানীয় স্তরে একজনও সংক্রমিত হওয়া চলবে না। এই কারণে হটস্পটগুলিকে চিহ্নিত করে আরও বেশি সতর্ক হয়ে কাজ করতে হবে নজর রাখতে হবে সাম্ভব্য হটস্পটগুলিতেও। আগামী এক সপ্তাহ আমরা করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরদার করব। ২০ এপ্রিল পর্যন্ত প্রতিটি এলাকায় বাড়িতে মূল্যায়ণ হবে। যে অঞ্চলে হটস্পট কমবে, সেখানে বিশেষ অনুমতি মিলবে৷


স্থানীয় স্তরে একজনও সংক্রমিত হওয়া চলবে না। এই কারণে হটস্পটগুলিকে চিহ্নিত করে আরও বেশি সতর্ক হয়ে কাজ করতে হবে নজর রাখতে হবে সাম্ভব্য হটস্পটগুলিতেও। আগামী এক সপ্তাহ আমরা করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরদার করব। ২০ এপ্রিল পর্যন্ত প্রতিটি এলাকায় বাড়িতে মূল্যায়ণ হবে। যে অঞ্চলে হটস্পট কমবে, সেখানে বিশেষ অনুমতি মিলবে


ঘরের তৈরি মাস্ক অবশ্যই পড়তে হবে


বয়স্ক ব্যক্তিদের বিশেষ খেয়াল রাখতে হবে


আগামীকাল নতুন গাইডলাইন ঘোষিত করা হবে


২০ এপ্রিল পর্যন্ত কড়া নজরদারীর পর শর্তঅনুসারে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।


৩ মে পর্যন্ত লকডাউন জাকরি থাকবে সমগ্র ভারতে।


শুরু হয়ে গেল প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ৷


Related posts

তৃণমূল ছাত্র নেতা মুকেশ শর্মার উদ্যোগে ৩৫০ জনকে খাদ্যসামগ্রী প্রদান

E Zero Point

মেমারি পুলিশের মার্কেট পরির্দশন

E Zero Point

২১ দিন আধপেটা খেলেও মরব নাঃ পার্থসারথী তাপস

E Zero Point

মতামত দিন