04/05/2024 : 2:14 PM
অন্যান্য

গুসকরা মহাবিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রক্তদান ও খাদ্য সামগ্রী দান

সৌগত গুপ্ত, গুসকরাঃ গুসকরা মহাবিদ্যালয়ে গুসকরা সূর্যকিরণ হেল্থ ও সোস্যাল অরগাইনেজেসনের উদ্যোগে রক্তদান শিবিরের সূচনা করে আজ গুসকরা ৫ নং, ৮ নং, ১০ নং, ১১ নং ওয়ার্ড এবং আউশগ্রাম ১নং ব্লকের সুকান্ত পল্লী তে প্রায় ৬০০ জন বিপর্যস্ত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন আউশগ্রাম বিধানসভার বিধায়ক, অভেদানন্দ থান্দার ।

নভেল করোনা ভাইরাস প্রতিরোধে রাজ্য জুড়ে যাতে রক্ত সঙ্কট দেখা না দেয় সেই কারণে এই রক্তদান শিবিরের উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক। উক্ত রক্তদান শিবিরে ৩০ জন রক্তদান করেন। সম্পূর্ণ লকডাউন ও সামাজিক দূরত্বক নিয়ম মেনে এই রক্তদান শিবির আয়োজন করা হয়। বিধায়ক  অভেদানন্দ থান্দার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ও রাজ্য সরকারের দেওয়া নির্দেশিকা পালন করার জন্য সমস্ত মানুষের কাছে বারবার আবেদন করলেন ।  রাজ্য প্রশাসন, ডাক্তার বাবুরা, স্বাস্থ্য কর্মী থেকে পৌরসভার সাফাই কর্মী, আশা ও আইসিডিএস কর্মীদের সাথে সহযোগিতা করতে আহ্বান জানান এবং ধন্যবাদ জানিয়েছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি, তথা আউশগ্রাম বিধানসভার পর্যবেক্ষক অনুব্রত মন্ডলকে । উপস্থিত ছিলেন আউশগ্রাম ১নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ সালেক রহমান,  ব্লক কার্যকারী সভাপতি প্রশান্ত গোস্বামী, গুসকরা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি  কুশল মুখোপাধ্যায় ।

Related posts

আট লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা, করোনায় কাঁপছে জাপান

E Zero Point

লকডাউন ভঙ্গ করায় মেমারিতে আজও শাস্তি দিল পুলিশ

E Zero Point

মেমারির দধীচি ফাউন্ডেশন থেকে অন্নসেবা

E Zero Point

মতামত দিন