06/05/2024 : 2:37 AM
অন্যান্য

মেমারির মামুদপুরে রক্ষাকালী মায়ের পুজো হল সামাজিক দূরত্ব মেনে

স্টাফ রিপোর্টার, মেমারিঃ করোনার প্রভাবে লকডাউনের সময় সব ধর্মের রীতিনীতি সামাজিক দূরত্ব মেনে করা হচ্ছে। প্রায় ১৫০বছর ধরে মেমারি ১ ব্লকের মামুদপুর গ্রামে রক্ষাকালী মায়ের পুজো হয়ে আসছে ভক্তি সহকারে।  কিন্তু এবার নিয়ম রক্ষার পুজো হল রক্ষাকালী মন্দিরে। স্থানীয় সূত্রে জানা যায় প্রায় এই পুজো উপলক্ষে ভক্তের ভিড় উপচে পড়ে কিন্তু এইবার লকডাউনে শুধুমাত্র পুরোহিত ও পরিচালন কিমিটির গুটিকয়েক মেম্বারের উপস্থিতিতে নিয়ম রক্ষার পুজো হল, পুজো কমিটির সম্পাদক সঞ্জয় ঘোষ জানান পারস্পরিক সামাজিক দূরত্ব বজায় রেখে , বারংবার স্যানেটাইজার ব্যবহার করে অতিরিক্ত সতর্কতার সাথে পুজো করা হয়েছে শুধুমাত্র নিয়ম রক্ষার্থে। উপস্থিত সকলে মায়ের কাছে প্রার্থণা করা হয়েছে যাতে খুব শীঘ্রই করোনামুক্ত হয়ে ওঠে সমগ্রবিশ্ব।

Related posts

থ্যালেসেমিয়া আক্রান্তদের জন্য মেমারিতে রক্তদান শিবির

E Zero Point

লকডাউন ভঙ্গ করায় মেমারিতে আজও শাস্তি দিল পুলিশ

E Zero Point

বর্ধমান কার্জন গেটে অনুষ্ঠিত হলো ‘উগ্রক্ষত্রিয় সমিতির’ পথসভা।

E Zero Point

মতামত দিন