04/05/2024 : 12:32 AM
অন্যান্য

শিশুর মুখের হাসি ফোটালো বড়শুল কিশোর সংঘ

স্টাফ রিপোর্টার, বড়শুলঃ  গত ৩ মে বড়শুল কিশোর সংঘের পক্ষ থেকে বর্তমানে লকডাউন চলার জন্য কালিনগর এলাকার একটি চায়না ইঁট ভাটায় ৫০ জন শিশুর হাতে শুকনো খাদ্য সামগ্রী, বেলুন ও কোভিড-১৯ প্রতিরোধে মাস্ক তুলে দেওয়া হয়। বড়শুল কিশোর সংঘ থেকে জানানো হয় যে, প্রতিদিন খাবার তুলে দেওয়ার সামর্থ তাদের নেই কিন্তু পরিযায়ী শ্রমিকদের পরিবারের ছোটো ছোটো সন্তানদের হাতে শুকনো খাদ্য সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করে যাবে, লকডাউন যতদিন না মিটছে।  উক্ত সামজিক কার্যে সহায়তা করেছেন ইঁটভাটার মালিক ও বড়শুল নিবাসী শুভেন্দু শেখর দত্ত।

Related posts

পায়ে পায়ে মন্দিরের শহরের খোঁজে | অজয় কুমার দে

E Zero Point

আজ রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

E Zero Point

দেশকে প্রযুক্তির রপ্তানিকারক হিসাবে গড়ে তুলতে হবেঃ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

E Zero Point

মতামত দিন