09/05/2024 : 3:00 AM
অন্যান্য

মেমারি বিজেপি কিষান মোর্চার পক্ষ থেকে ডেপুটেশন

স্টাফ রিপোর্টার, মেমারিঃ করোনার ভয়াবহতা থেকে বাঁচতে গোটা দেশে লাগু হয়েছে লকডাউন 3.0। লকডাউন চলাকালীন সাধারণ মানুষের নানাবিধ সমস্যা ও তার সমাধানের জন্য মেমারি-১ সমষ্টি উন্নয়ণ আধিকারিক বিপুল কুমার মন্ডলের কাছে স্মারকলিপি প্রদান করেন মেমারি-১ বিজেপি কিষান মোর্চার পক্ষ থেকে। বিজেপির চন্দ্র শেখর সাউ জানান যে, লকডাউন চলাকালীন মানুষের রোজগার নেই তাই আগামী ৩ মাস বিদ্যুৎ বিল মকুব করতে হবে। এছাড়াও রেশনের চাল, ডাল, আটা সকল উপভোক্তা যেন সঠিকভাবে পায় সে ব্যাপারে প্রশাসনকে নজর দিতে হবে। যদিও মেমারি শহরে এখনও পর্যন্ত কোন গোলযোগের খবর পাওয়া যায়নি তবুও পার্টীর কার্যকর্তারা সমসস্ত রেশন ডিলারের উপর নজরদারী রেখেছে। বিজেপি নেতা সুরজিৎ মজুমদার জানান, গত দুদিন ধরে মেমারি বাজারে এলকায় সঠিক ভাবে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না প্রশাসনকে এ ব্যাপারে হস্তক্ষেপ করতে হবে।

মেমারি-১ সমষ্টি উন্নয়ণ আধিকারিক বিপুল কুমার মন্ডল স্মারকলিপি জমাকালীন বিজেপে নেতাদের সাথে কথাবার্তায় বলেন যে, যেহেতু কেন্দ্র-রাজ্য সকরকার জোন অনুসারে দোকান খোলার নির্দেশ দিয়েছেন সে ক্ষেত্রে দোকান খোলা থাকলে মানুষের ভিড় বাড়বে এক্ষেত্রে দোকানদাররা ক্রেতাদের সামাজির দূরত্ব রেখে দাঁড়াতে বলবেন এবং মেমারি বাসীর কাছে আবেদন রাখেন খুব প্রয়োজন না হলে ঘরের বাইরে পা দেবেন না।

Related posts

লকডাউন 3.0 : কেন্দ্র সরকার ১৭ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ালো

E Zero Point

সারা বাংলায় ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর শহীদ দিবসে এস এফ আই কর্মীদের রক্তদান

E Zero Point

মেমারি থানা থেকে চকদিঘী মোড়ে গাড়ি তল্লাশি

E Zero Point

মতামত দিন