তন্ময় পালিত, জামালপুরঃ করোনা বিধ্বস্ত সমগ্র পৃথিবী, দিকে দিকে চলছে হাহাকার কোথাও খাদ্যের, কোথাও স্বাস্থ্যের। এগিয়ে এসেছে সরকার ও বিভিন্ন সংস্থা। আজ পূর্ব বর্ধমানের জামালপুর স্বাস্থ্যকেন্দ্রে জীবাণুমুক্তকরণ করা হল আকাশ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। সংস্থার পক্ষ থেকে পৌলমী মুখার্জী জানানা যে, জামালপুরের আকাশ পরিবার এখনও পর্যন্ত প্রায় ৩০০ পরিবার এর হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছে, এছাড়াও রুগীর প্রয়োজনীয় রক্তের জন্য সংস্থার সদস্য সদস্যরা এগিয়ে আসছেন। আজ সকাল থেকেই কীটনাশক প্রয়োের মাধ্যমে সমগ্র হাসপাতাল চত্বর পরিষ্কার করার সাথে সাথে আকাশ পরিবারের সদস্যরা জামালপুর স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণে ভর্তি হয়ে থাকা মারণ গাছ পার্থেনিয়াম মুক্ত করার উদ্যোগও নিয়েছিল।
পূর্ববর্তী পোস্ট