06/05/2024 : 7:06 PM
অন্যান্য

সিপিআইএমের কৃষক সংগঠনের ডেপুটেশন

নূর আহমেদ, মেমারিঃ আজ সারা ভারত কিষান সংগ্রাম সমন্বয়় কমিটি পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগেে মেমারি ১ বিডিও অফিসে সাত দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হল‌। লকডাউনেের ফলে কৃষকদের যে সমস্যা সৃষ্টি হয়েছে রাজ্য ও প্রশাসনের নজরে আনার জন্য এই ডেপুটেশন দেওয়া হয়।

সাত দফা দাবির মধ্যে  অন্যতম ছিল, লকডাউন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে এবং ভর্তুকি দিয়ে সার বীজ বিদ্যুৎ ও ডিজেল সরবরাহ করতে হবে। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য থেকে আমাদের রাজ্যে ফিরিয়ে নিয়ে আসতে হবে বলে দাবি জানান কৃষক সংগঠনের নেতারা ।

মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপুল কুমার মন্ডলের হাতে ডেপুটেশন দেওয়ার সময় উপস্থিত ছিলেন- জয়দেব ঘোষ,  আলপনা গুঁই, অদ্বৈত ঘোষ, সাধন কর্মকার, প্রশান্ত কুমার, সঞ্জয় দেব সহ প্রমুখ সংগঠনের নেতৃত্ববৃন্দ।

Related posts

পূর্ব বর্ধমানের জেলা শাসকের নির্দেশ ছাড়া কোন খাদান থেকে বালি তোলা যাবে না

E Zero Point

আজ থেকে পবিত্র রমজান মাসঃ রাজ্য ও কেন্দ্র সরকার থেকে লকডাউন মেনে চলার আহ্বান

E Zero Point

মেমারি বাসষ্ট্যান্ডে বাস-ট্রেকার ইউনিয়ন থেকে ৪০০ স্টাফদের অন্নসামগ্রী প্রদান

E Zero Point

মতামত দিন