09/05/2024 : 7:41 AM
অন্যান্য

জামালপুরে কোয়ারিন্টিন সেন্টার পরিদর্শন করলেন জেলা প্রশাসন

আহমেদ মির্জা, জামালপুরঃ লকডাউনের ফলে বিভিন্ন রাজ্যে কর্মক্ষেত্র বন্ধ হওয়ায়, মানুষ সেখান থেকে রাজ্যে ফিরছেন। কেউ বা শ্রমিক স্পেশাল ট্রেনে কিংবা বাস ভাড়া করে। সেরকই জামালপুরের কিছু বাসিন্দা যারা কর্মসুত্রে বিভিন্ন রাজ্যে থাকতেন। গতকাল এই রকম বেশ কিছু মানুষকে পাঁচড়া কিষান মান্ডিতে কোয়ারিন্টিনের জন্য রাখা হয়েছে।

তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক বিজয় ভারতী,  জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি,  এসডিপিও আমিনুল ইসলাম খান,  জামালুপরের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভঙ্কর মজুমদার, জামালপুর থানার ওসি পুষ্পেন্দু জানা, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির পুর্ত ও পরিবহন দপ্তরের কর্মধক্ষ্য ভুতনাথ মালিক সহ জেলা ও ব্লকের স্বাস্থ্য আধিকারীকরা উপস্থিত ছিলেন। উক্ত কোয়ারিন্টন সেন্টারে থাকা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ও সোয়াব টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয় ।

Related posts

হার্ট অ্যাটাকে মৃত মঙ্গলকোটের সাংবাদিক 

E Zero Point

করোনা ভাইরাস মোকাবিলায় রাষ্ট্র ও সরকারের সাথে আমাদেরও ভূমিকা গুরুত্বপূর্ণ

E Zero Point

পল্লিমঙ্গল সমিতির উদ্দ্যোগে আজ থেকে শুরু হল “ঘরে থেকেই রক্তদান” অভিযান

E Zero Point

মতামত দিন