09/05/2024 : 6:03 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

সাংবাদিকদের পাশে বর্ধমান জেলা প্রেস ক্লাব

সেখ নিজাম আলমঃ করোনা প্রকোপে লকডাউনের মাঝে জীবনে ঝুঁকি নিয়ে যেমন ডাক্তার, নার্স. স্বাস্থ্য কর্মী, পুলিশ-প্রশাসন কাজ করছে ঠিক তেমনই দেশে সংবাদ মাধ্যমের সাংবাদিকরা – করোনা যুদ্ধে সকলেই করোনা সৈনিক। আজ বর্ধমানে বিশেষ করে যে সমস্ত সাংবাদিক ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাদের কথা চিন্তা করে বর্ধমান জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে মাস্ক, টিফিন করার জন্য বিস্কুটের প্যাকেট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হোল। উপস্থিত ছিলেন শতাধিক সাংবাদিক। বর্ধমান জেলা প্রেস ক্লাবের সদস্য ছাড়াও অন্যান্য সাংবাদিকদেরও বিতরণ করা হয়। সংস্থার সম্পাদক শরদিন্দু ঘোষ জানান,পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রচুর ট্রেন এখন বর্ধমান স্টেশনে আসছে। সেখানেও ঝুঁকি নিয়ে সাংবাদিকদের কাজ করতে হচ্ছে। বিশেষ করে এই সময়ে করোনা সংক্রামকের মধ্য দিয়েও কাজ করা খুব ঝুঁকির বিষয়। তাই সাংবাদিকদের পাশে থাকার মানসিকতা নিয়ে আজ বর্ধমান জেলা প্রেস ক্লাবের এই কর্মকান্ডে সুনাম করেন প্রশাসন মহল।

Related posts

বর্ধমানের সকল ট্রাফিক অফিস ও আউটপোস্ট বিনামূল্যে স্যানিটাইজেশন

E Zero Point

মেমারিতে ব্রহ্মা পুজো

E Zero Point

তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুন

E Zero Point

মতামত দিন