01/05/2024 : 8:50 PM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

রাস্তা মেরামতের নাম নেই, তাই গলসী গ্রামের মানুষ ক্ষুব্ধ

সেখ নিজাম আলমঃ গলসি ১ নং ব্লকের লোয়া-কৃষ্ণ রামগোপালপুর পঞ্চায়েতের অধীনে বেতালবন গ্রামের রাস্তাঘাট বহুদিন ধরেই বেহাল অবস্থা। জানা যাই, এই পথে বালির গাড়ি যাতায়াত করাই এমন বেহাল হয়েছে। ধৈর্য্য রাখতে না পেরে শেষমেষ গ্রামের মানুষ আজ বালির গাড়ি আটক করলেন। এই গ্রামের ব্যাক্তি আলি মোল্লা জানান, বালির গাড়ি আটকানোয় কিছু নেতা ফোনে হুমকি দিচ্ছে। তিনি জানান, এই হুমকিতে ভয় না করে, এই পথ দিয়ে বালির গাড়ি যেতে দেওয়া হবে না বলে গ্রাম থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখা যাক, শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয়?

Related posts

নবান্ন থেকে মেমারি শহরের দুর্গাপুজোর উদ্বোধন ভার্চুয়াল মাধ‍্যমে

E Zero Point

আপনি কি জানেন কোথায় আঠারোটি হাত যুক্ত মহালক্ষ্মী পুজো হয়?

E Zero Point

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের রাজ্য সম্মেলন বর্ধমানে

E Zero Point

মতামত দিন