27/04/2024 : 7:41 PM
আমার বাংলাগুসকরাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

আকাশছোঁয়া আলু ও সবজির দাম দুশ্চিন্তায় সাধারণ মানুষ

পরাগজ্যোতি ঘোষ, গুসকরা: লাফিয়ে লাফিয়ে বাড়ছে আলুর দাম। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন সবজির দাম। লকডাউনের জেরে সাধারন মানুষের হাতে টাকা পয়সা নেই তার উপর আলু ও সবজির এমন আকাশছোঁয়া দাম রীতিমতো দুশ্চিন্তায় ফেলে দিয়েছে সাধারণ মানুষকে। বাজারে 25 টাকা কেজি আলু এবং 40 টাকার উপরে অন্যান্য সবজি- মানুষ তাহলে কিভাবে চালাবে সংসার- এই ভাবনায় রাতের ঘুম উড়েছে সাধারণ মানুষের। বিনাপয়সায় রেশনের চালে হয়তো ভাতটা হয়ে যাবে কিন্তু শুধু ভাত খাওয়া যায়না অভিযোগ তাদের। তারা বলেন ইমরানের ফলে হয়তো সবজির অনেক ক্ষতি হয়েছে কিন্তু আলু তো সব হিমঘরে মজুদ। বড় বড় মজুদদাররা ইচ্ছে করেই আলুর দাম চড়াচ্ছেন বলে তাদের অভিযোগ। তারা মনে করেন রাজ্য সরকার যদি হিমঘরগুলিতে হানা দেন তাহলেই বুঝতে পারবেন বাস্তব পরিস্থিতি কি। আলুর এই আকাশছোঁয়া দাম কিছু অসাধু মজুদদারের মস্তিষ্কপ্রসূত নয়তো- এমনটাই দাবি তাদের। একজন শিক্ষক নেতা বলেন সরকার যদি আলুর দাম নিয়ন্ত্রণ করেন তাহলে মিড-ডে-মিল আলু বিতরণের ক্ষেত্রে সুবিধা হবে।

Related posts

মঙ্গলকোটে শিস- শিল্পী উত্তমের গান ধরেছে সুমধুর তান

E Zero Point

বিধায়িকার উপস্থিতিতে পথশ্রী অভিযানের রাস্তা উদ্বোধন

E Zero Point

কালনার নিভুজিতে পাটের গোডাউন ভস্মীভূত 

E Zero Point

মতামত দিন