06/05/2024 : 5:59 PM
উত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

আমফানে বিপর্যস্ত বাদুড়িয়ার গ্রামে-গ্রামে ত্রাণ বিতরণ করলেন অধ্যাপক ও শিক্ষকেরা

রুপাঞ্জণ রায়ঃ বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার উপর দিয়ে প্রায় ১৮৫ থেকে ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল। তছনছ হয়ে গেছে পুরো বাদুড়িয়া ব্লক। পাশাপাশি ঝড়ের রাত থেকে টানা বৃষ্টি কৃষি ফসলের চরম ক্ষতি করেছে। লকডাউন এবং আম্ফানের জোড়া আক্রমনে বাদুড়িয়ার গ্রামীন এলাকার মানুষের জীবন। আর এই বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়ালেন অধ্যাপক এবং শিক্ষকদের বিভিন্ন সংগঠন। আজ বাদুড়িয়া ব্লকের তিতুমীরের বাঁশের কেল্লা খ্যাত নারকেলবেড়ে গ্রামের সন্নিহিত সোমপুর, মাসিয়া পূর্বপাড়া এবং চৌদুলি পাড়ার ২৫০টি বিপন্ন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন কলকাতা বীরপাড়া অন্বেষণ সংগঠন। সহযোগিতায় ছিলেন গোবরডাঙ্গার শিক্ষক সমাজ।আজ দুঃস্থ পরিবারগুলির হাতে ডাল, আলু,সয়াবিন,সরষের তেল,লবণ, বিস্কুট,সাবান, মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কেন্দ্রে উপস্থিত ছিলেন দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ অধ্যাপক অপূর্ব মোহন মুখোপাধ্যায়,সুরেন্দ্রনাথ কলেজের অধ্যাপক তারকেশ্বর পান্ডে,গোবরডাঙা ইছাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক পাল,যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপন ঘোষ,এডভোকেট তিমির বরণ সাহা প্রমুখ।এছাড়াও স্থানীয় ছাত্রনেতা তসলিম আরিফ মিলন ব্যবস্থাপনায় নেতৃত্ব ছিলেন। এই ত্রাণ বিতরণ কে অভিনন্দিত করতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন বাদুড়িয়ার প্রাক্তন বিধায়ক মহম্মদ সেলিম।

Related posts

ভাতারে একই দিনে দুজায়গায় দুঃসাহসী চুরি, একটি খোদ পুলিশের বাড়িতে

E Zero Point

২ জন তৃণমূল কর্মী খুন বীরভূমে, রাজনৈতিক উত্তেজনা

E Zero Point

কালনায় আগামী বাংলা গঠনে বুদ্ধিজীবিদের সমাবেশ

E Zero Point

মতামত দিন