স্টাফ রিপোর্টার, পাণ্ডুয়াঃ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পাণ্ডুয়া লোকাল কমিটির ডাকে পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আজ এক প্রতিবাদ মিছিল ও প্রতীকী অবরোধ হলো পাণ্ডুয়া তেলিপাড়া মোরে। দিনদিন পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে হারে দাম বাড়ছে তাতে মানুষ অনাহারে থাকতে বাধ্য হচ্ছে। এছাড়া ও একশো দিনের কাজে দুর্নীতি বন্ধ, একশ দিনের কাজ কে ২০০দিন ও ৬০০টাকা মজুরি করতে হবে এসব দাবীতে আজ পাণ্ডুয়ার যুব সমাজ গর্জে উঠেছিল।
এলাকার বিধায়ক আমজাদ হোসেনের উপস্থিতিতে এই প্রতিবাদ মিছিল ও প্রতীকী অবরোধে ছিলেন ডিওয়াইএফআই হুগলী জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও সংগঠনের পাণ্ডুয়া লোকাল কমিটির সভাপতি অভিষেক ঘোষ,জেলা কমিটির সদস্য ও পাণ্ডুয়া লোকাল কমিটির সম্পাদক শিবু ঘোষ, জয়দেব ঘোষ, শেখ রাজা, পূজা নাথ, সায়ান্তন ঘোষ, মায়া সিং, সৌনক রায় সহ লোকাল কমিটির সকল সদস্য রা।