29/11/2023 : 4:09 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবরোধ পাণ্ডুয়ায়

স্টাফ রিপোর্টার, পাণ্ডুয়াঃ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পাণ্ডুয়া লোকাল কমিটির ডাকে পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আজ এক প্রতিবাদ মিছিল ও প্রতীকী অবরোধ হলো পাণ্ডুয়া তেলিপাড়া মোরে। দিনদিন পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে হারে দাম বাড়ছে তাতে মানুষ অনাহারে থাকতে বাধ্য হচ্ছে। এছাড়া ও একশো দিনের কাজে দুর্নীতি বন্ধ, একশ দিনের কাজ কে ২০০দিন ও ৬০০টাকা মজুরি করতে হবে এসব দাবীতে আজ পাণ্ডুয়ার যুব সমাজ গর্জে উঠেছিল।

এলাকার বিধায়ক আমজাদ হোসেনের উপস্থিতিতে এই প্রতিবাদ মিছিল ও প্রতীকী অবরোধে ছিলেন ডিওয়াইএফআই হুগলী জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও সংগঠনের পাণ্ডুয়া লোকাল কমিটির সভাপতি অভিষেক ঘোষ,জেলা কমিটির সদস্য ও পাণ্ডুয়া লোকাল কমিটির সম্পাদক শিবু ঘোষ, জয়দেব ঘোষ, শেখ রাজা, পূজা নাথ, সায়ান্তন ঘোষ, মায়া সিং, সৌনক রায় সহ লোকাল কমিটির সকল সদস্য রা।

Related posts

২১তম জন্মদিনে ২১ জনকে নিয়ে দেহদান বর্ধমানে

E Zero Point

বর্ধমানে নারায়ানা স্কুলে ভ্যাক্সিনেশন ক্যাম্প

E Zero Point

গোবরডাঙ্গা শিক্ষক সমাজ হাসনাবাদ ব্লকের আমফান ক্ষতিগ্রস্তদের পাশে

E Zero Point

মতামত দিন