01/05/2024 : 6:52 PM
আমার বাংলাখেলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোট স্পোর্টস একাডেমীর ৫০ জন যুবক দিশা পেল

আমিরুল ইসলামঃ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নতুনহাট হসপিটাল পাড়ার ৫০ জন যুবক মিলে গঠন করেছিল মঙ্গলকোট স্পোর্টস একাডেমী। কিন্তু তাদের নির্দিষ্ট থাকার কোন জায়গা ছিল না পাশাপাশি খেলার কোন মাঠে ছিল না। এই বিষয়টি তারা জানিয়েছিল মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকারকে। আজ একটি বিশেষ মিটিংয়ের আয়োজন করেছিল মঙ্গলকোট স্পোর্টস একাডেমী।সেখানে উপপ্রধান প্রত্যেক যুবককে আশ্বস্ত করেন যে তাদের সমস্ত রকম সাহায্য তিনি করবেন।
এরপর ওই ৫০ জন যুবক উপ-প্রধানের কথায় দারুণ খুশি হয়। ক্লাবের গেম সভাপতি জাহির আব্বাস মল্লিক জানান, আমরা দু-তিন বছর দারুণ কষ্টের মধ্যে ছিলাম। আজ আমাদের উপপ্রধান শান্ত সরকার যে আশ্বাস দিলেন তাতে আমরা দারুণ খুশি হয়েছি। তিনি জানিয়েছেন রাজ্য সরকারের সমস্ত সুযোগ-সুবিধা পাবে আমাদের ক্লাব। পাশাপাশি ক্লাবের রেজিস্টার করার ব্যবস্থা তিনি করে দেবেন।

Related posts

আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা স্যার রাসবিহারী বসুর জন্মবার্ষিকী উদযাপন

E Zero Point

সাতগেছিয়া সমবায় সমিতিতে স্বচ্ছ বোর্ড গঠনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো

E Zero Point

গ্রাহক সেবা কেন্দ্রের উদ্যোগে রক্তদান শিবির মন্তেশ্বরে

E Zero Point

মতামত দিন