06/05/2024 : 5:07 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

শ্রদ্ধার সাথে হুল দিবস পালন কালনায়

আলেক শেখঃ ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ স্মরনে  মঙ্গলবার হুল দিবস পালিত হল কালনার গ্রামে গ্রামে। প্রতিটি স্থানে পতাকা উত্তোলন ও সাঁওতাল বিদ্রোহের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। ভারতের ছাত্র ফেডারেশনের  কালনা-১ আঞ্চলিক কমিটির  উদ্যোগে মেদগাছি বাজারে গরিব ও দুঃস্থ পরিবারের  ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষার সরঞ্জাম তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী, প্রবীর ভৌমিক প্রমুখরা। সাঁওতাল বিদ্রোহ বা  হুলের ঐতিহ্য তুলে ধরেন ছাত্র নেতা অনির্বান রায়চৌধুরী।  তিনি বলেন– ইংরেজ আমলে জমিদার, আড়ৎদার, মহাজনদের শোষণ-পীড়ন এবং সরকারি আমলা-পুলিশের নির্যাতন সাথে যুক্ত হয়েছিল ব্যবসায়ীদের প্রতারনা | এই অন্যায়ের বিরুদ্ধে আদিবাসীরা যে লড়াই আন্দোলন চালিয়েছিলেন সেটাই ইতিহাসে সাঁওতাল বিদ্রোহ হিসাবে স্থান পেয়েছে |  তবে এখনো এই সাঁওতাল বিদ্রোহের প্রাসঙ্গীকতা হারায়নি |  দেশের বর্তমান শাসনকর্তারা আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার হরণ করতে চাইছে | এর বিরুদ্ধে আর একটা বিদ্রোহ জরুরি হয়ে পড়েছে |

Related posts

করোনায় মৃত নির্দল প্রার্থী সমীর ঘোষঃ ভারত-বাংলাদেশ সীমান্তে শোক সভা

E Zero Point

বর্ধমান শহরে প্রশাসনের পক্ষ থেকে ৩০০০ টোটো রিক্সাতে সচেতনতার স্টিকার

E Zero Point

মেমারিতে পুলিশ ডে পালন

E Zero Point

মতামত দিন