06/05/2024 : 5:44 AM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

আমফানে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা প্রকাশ ও ক্ষতিপূরণের দাবিতে গোবরডাঙ্গা পৌরসভায় বামফ্রন্টের ডেপুটেশন

নিজস্ব সংবাদদাতা, গোবরডাঙ্গাঃ বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান উত্তর ২৪ পরগনা বিস্তৃত এলাকাজুড়ে তার তাণ্ডবলীলা চালিয়েছে।এর অন্যতম অভিমুখ ছিল গোবরডাঙ্গা পৌর এলাকা।বিশে মে এর বিধ্বংসী ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গেছে গোবরডাঙ্গা।এখনও এই পৌর এলাকার কয়েকশো মানুষ ত্রিপলের নিচে বসবাস করছেন।বিপর্যয়ের ৪২ দিন পরে আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা এবং তাদের ক্ষতিপূরণের বিষয়ে গোবরডাঙা পৌরসভা কোন ভূমিকা গ্রহণ না করায় তার বিরুদ্ধে আজ গোবরডাঙা পৌরসভা ডেপুটেশন দিল সিপিআইএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট। এইটা প্রটেকশনের নেতৃত্ব দেন সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদিকা স্বপ্না ঘোষ, গোবরডাঙ্গা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বাপি ভট্টাচার্য, সিপিএম নেতা অসীম ঘোষ, ভোলানাথ ব্যানার্জি, পৌরভোটে বিদায়ী কাউন্সিলর বাপি বিশ্বাস,সিপিআই নেতা অরুণ সিনহা।প্রায় দেড় শতাধিক মানুষ এই ডেপুটেশনের অংশ নেন।এই উপলক্ষে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিপিআইএম নেতা অশোক পাল,শংকর নন্দী,জ্যোতি শংকর গাঙ্গুলী,সিপিআই নেতা বিধান রায় প্রমূখ।বামফ্রন্টের নেতৃবৃন্দের কাছ থেকে জানা গেছে যে আগামী সোমবারের মধ্যে তালিকা প্রকাশ করবে পৌর কর্তৃপক্ষ। নেতৃবৃন্দ আরও জানিয়েছেন তালিকার স্বচ্ছতা না থাকলে পুনরায় গোবরডাঙা পৌরসভা অভিযান করবে বামফ্রন্ট।

Related posts

শহীদের স্মৃতি রক্ষার্থে বলগোনা গ্রাম পঞ্চায়েতের রক্তদান শিবির

E Zero Point

বিজেপি সভাপতির উপর হামলার প্রতিবাদে কালনা বিক্ষোভ

E Zero Point

পশ্চিম মেদিনীপুরে স্বাধীনতা দিবসে জেলা শাসক

E Zero Point

মতামত দিন