02/05/2024 : 1:32 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

রেল হকাদের বিক্ষোভ সমাবেশ কালনায়

আলেক শেখঃ রেল বেসরকারিকরনের বিরুদ্ধে বৃহস্পতিবার কালনার তেঁতুলতলায়  বিক্ষোভ সমাবেশ করেন রেল হকাররা।  সিআইটিইউ অনুমোদিত পঃ বঙ্গ রেলহকার ইউনিয়নের উদ্যোগে  এই সমাবেশে ভাষণ দেন এই সংগঠনের  নেতৃবৃন্দ  ছাড়াও বিভিন্ন বাম সংগঠনের প্রতিনিধিরা।  বক্তব্য রাখেন– গোবিন্দ মন্ডল, পাঁচু মোহন্ত, অজয় দাস, জনা মুখার্জি, সুজয় সাহা, তাপস দাস প্রমুখ। সভা পরিচালনা করেন– বাবলু শীল।  বক্তারা বলেন–  রেল বেসরকারিকরন করে রেলহকারদের মতো গরিব মানুষের জীবিকা বন্ধ করে দিয়ে পুঁজিপতিদের ব্যবসা করে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।   এতে  বিপুল সংখ্যক মানুষের রুজি  রোজগার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।   পাশাপাশি রেল বেসরকারিকরন হলে সাধারণ মানুষের উপর বাড়তি বোঝা চাপবে।  তাই রেল কোনভাবেই বেসরকারিকরন যাবে না। হকারদের  রেলেই হকারী করতে দিতে হবে।  লকডাউন যতদিন চলবে, ততদিন রেলহকারদের মাসে সাড়ে সাত হাজার টাকা করে অনুদান দিতে হবে।  সঙ্গে মাসে ১০ কিলো করে খাদ্য শস্য দিতে হবে।

Related posts

আজ রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত পূর্ব বর্ধমানেঃ মঙ্গলকোটে ৫ জন পজিটিভ

E Zero Point

পূর্ব বর্ধমানে বোমার ‘হোম ডেলিভারি’, ‘অনলাইনে’ পেমেন্ট!

E Zero Point

বর্ধমান টাউন হলে হয়ে গেল ৪দিন ব্যাপি নাট্য উৎসব

E Zero Point

মতামত দিন