05/05/2024 : 3:04 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনার প্রত্যন্ত গ্রামের মেয়ে অন্বেষার স্বপ্ন ডাক্তার হওয়া, বাধা অর্থাভাব

আলেক শেখ, কালনা, ১৬  জুলাইঃ কালনার প্রত্যন্ত গ্রামের মেয়ে অন্বেষা ভট্টাচার্যের  ছোটবেলা থেকে স্বপ্ন ডাক্তার হওয়া। সেই স্বপ্ন পূরণ করতে সচেষ্ট ছিল পড়াশুনায় ভালো ফল করার।  অন্বেষার ঠাকুরদাদা শিবপ্রসাদ ভট্টাচার্য এবং   ঠাকুমা বেলারানী ভট্টাচার্যের উৎসাহে  সেই  চেষ্টা সফল হয়েছে।  গ্রামের একটি অনামি স্কুলে পড়াশুনা করে  অন্বেষা এবারকার মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অর্জন করেছে। তার অর্জিত নম্বর– ৬৮৩, বিষয় ভিত্তিক নম্বর হল–বাংলা-৯৮, ইংরেজি-৯৬, অঙ্ক- ১০০, পদার্থ বিজ্ঞান-৯৬, জীবন বিজ্ঞান-৯৮, ইতিহাস-৯৭ এবং ভূগোল-৯৮।  তার বাড়ি কালনা থানার সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উপলতি গ্রামে। এই গ্রাম থেকে বাস ধরতে হলে অনেকটাই পথ হাঁটতে হয়। তাই সে পাশের গ্রাম  ভৈরবনালা সমবায় কৃষি উন্নয়ন সমিতি  উচ্চ বিদ্যালয়ে বাড়ি থেকে হেঁটেই পড়াশুনা করতো।  বাবা রামকৃষ্ণ ভট্টাচার্য একজন গ্রামীন গৃহশিক্ষক সাথে পৈতৃক কিছু কৃষি জমি চাষ করেন।  তাতেই চলে যায় তাঁদের সংসার। .অন্বেষাকে ভালো জায়গায়  ভর্তি করে তার ডাক্তার  হওয়ার স্বপ্নকে পূরণ  করার মতো ক্ষমতা রামকৃষ্ণবাবুর নেই। তাই এই অবস্থায় অন্বেষার স্বপ্নপূরণে চাই কোন সহৃদয় ব্যক্তি বা সংস্থার আর্থিক সাহায্য।  কেউ সাহায্য করলে যোগাযোগের মোবাইল নম্বর–৯৩৮২১৮১৩০১।

Related posts

পঞ্চায়েত ভোটের প্রার্থী, দলই সিদ্ধান্ত নেবেঃ বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী

E Zero Point

পথ অবরোধ নতুনবন্দর চাচার বাড়ি এলাকায়

E Zero Point

দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে হাবরা বিডিওর কাছে সিপিআইএম-এর ডেপুটেশন

E Zero Point

মতামত দিন