20/05/2024 : 4:47 AM
আমার দেশরাজনৈতিক

পাঞ্জাবী ও জাটদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চায়লেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, ত্রিপুরা, ২১ জুলাই:


ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব,  পাঞ্জাবি এবং জাট সম্প্রদায়ের বিষয়ে বিতর্কিত বক্তব্য করেছিলেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান যে “আগরতলা প্রেসক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে আমি আমার পাঞ্জাবি এবং জাট ভাই সম্পর্কে কিছু লোকের মতামত উল্লেখ করেছি। আমার বক্তব্য কোনও সমাজকে আঘাত করা নয়।’

তিনি আরও জানান, ‘আমি পাঞ্জাবি এবং জাট উভয় সম্প্রদায়ের জন্য গর্বিত। আমি নিজেও দীর্ঘদিন তাদের মধ্যে রয়েছি। আমার অনেক অবিচ্ছেদ্য বন্ধু এই সমাজসমাজে আছে। আমার বক্তব্যে যদি কারও অনুভূতিতে আহত হয় তবে আমি ব্যক্তিগতভাবে এর জন্য ক্ষমাশীল।

কী ছিল বিতর্কিত বক্তব্য: 

বিপ্লব কুমার দেব বলেছিলেন, ‘আমরা যদি পাঞ্জাবের মানুষের কথা বলি, আমরা বলি, তিনি পাঞ্জাবি, সরদার! সরদার কারও ভয় নেই। এরা খুব শক্তিশালী তবে মস্তিষ্কে বুদ্ধি খুব কম।

তিনি আরও বলেছিলেন, ‘আমি আপনাকে হরিয়ানার জাটদের বিষয়ে বলি। সুতরাং লোকেরা কীভাবে জাটদের নিয়ে কথা বলে… তারা বলে… জাট কম বুদ্ধিমান, তবে শারীরিকভাবে স্বাস্থ্যকর। আপনি যদি কোনও জাতকে চ্যালেঞ্জ করেন তবে সে তার বন্দুকটি তার বাড়ি থেকে বের করে আনবে।’

Related posts

গুজরাটের জামনগরে, ‘সামাজিক অধিকারিতা শিবিরে’ আগামিকাল ৩৮০৫ জন দিব্যাঙ্গ ব্যক্তির হাতে সহায়ক সামগ্রী তুলে দেওয়া হবে

E Zero Point

করোনায় স্কুল বন্ধ বলে অভিনব পদ্ধতিতে পাঠদান ঝাড়খণ্ডে

E Zero Point

আবার নির্ভয়াঃ নাবালিকাকে ধর্ষণের পর খুন দিল্লিতে, পুরোহিত সহ ৩ গ্রেপ্তার

E Zero Point

মতামত দিন