20/05/2024 : 6:54 AM
আমার বাংলা

রাজ্য এই সপ্তাহে দ্বিতীয় লকডাউন কবে? বাড়ছে জল্পনা

বিশেষ প্রতিবেদন, কলকাতা, ২৮ জুলাইঃ


রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন সপ্তাহে দুদিন লকডাউন হবে রাজ্যে। সেই মোতাবেক গত সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার লকডাউন হয়েছে। কিন্তু চলতি সপ্তাহে বুধবার দিন লকডাউনের আগাম ঘোষণা হলেও বাকি দিনটি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কারণ নবান্নের তরফে কিছুই জানানো হয়নি। তবে সূত্রের খবর, আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলে নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরপরই পরবর্তী লকডাউনের দিন ঘোষণা হতে পারে। তবে সেটা কবে সেটা নিয়েই জল্পনা-কল্পনা চলছে। কারণ শনিবার ঈদ, তার আগে শুক্রবার ঈদের কেনাকাটার জন্য ছাড় দেওয়ার দাবি উঠছে সংশ্লিষ্ট মহল থেকে। ফলে এই দুদিনের একদিনও লকডাউন নাও জারি হতে পারে। তবে বাকি থাকল বৃহস্পতিবার ও রবিবার।

তবে কী বুধ ও বৃহস্পতিবার টানা দুদিন লকডাউন জারি করবে নবান্ন? নাকি চলতি সপ্তাহে একদিনই হবে লকডাউন। উত্তর জানতে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু সোমবারই মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী দাবি করেন, পশ্চিমবঙ্গে ইতোমধ্যে ১০৬টি সেফ হাউস তৈরি করা হয়েছে। এছাড়াও প্লাজমা ব্যাঙ্ক এবং নতুন কোভিড ক্লাবও হয়েছে। করোনা মোকাবিলায় রাজ্য ঠিক কতটা আন্তরিকতার সঙ্গে কাজ করছে সেটাই তুলে ধরেছেন তিনি। তবে তিনি এও অভিযোগ করেছিলেন রাজ্যে মোট ৮১টি করোনা-ল্যাব রয়েছে। তবে আরও ল্যাব দরকার। যদিও বাংলার বিরোধী রাজনৈতিক মহলের প্রশ্ন, অনেক রাজ্যই যেখানে টানা লকডাউনের পথে হেঁটেছে, সেখানে শুধুমাত্র সপ্তাহে দুদিন লকডাউন কতটা সুফল দিতে পারে? আবার রাজ্যে প্রতিদিনই গড়ে ২০০০-২২০০ জন আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে এদিন মুখ্যমন্ত্রী কী বার্তা দেন তার দিকেই তাঁকিয়ে গোটা রাজ্য।

Related posts

আড়াই হাজার লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার মেমারিতে

E Zero Point

সম্প্রীতির আবহে দুর্গাপুজোর বস্ত্র বিতরণ

E Zero Point

মহিলাদের বিনামূল্যে আইনি পরিষেবা

E Zero Point

মতামত দিন