04/05/2024 : 3:28 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

বিয়ের অনুষ্ঠানে নো মাস্ক, সিমলাগড় কালী মন্দিরে

জিরো পয়েন্ট নিউজ – সুমন চক্রবর্তী, পান্ডুয়া, ১৩ অগস্ট ২০২০:


দিন দিন মারন রোগ করোনা ভাইরাসের প্রকোপ যেন বেড়েই চলেছে। মানুষ কবে যে এর হাত থেকে নিস্তার পাবে তা ভেবে ভেবে ই সকলের দিন কাটাচ্ছে।
এই ভাইরাস থেকে বাঁচতে রাজ্য থেকে কেন্দ্র সকলেই এবিষয়ে প্রতিদিন বলছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার করতে, নিজেকে অন্যের থেকে দূরে রাখতে।
কিন্তু এ সব কথা থোরায় কে শোনে। বিয়ের আনন্দে তো সব ভুলে একাকার হয়ে গেছে মন্দিরের পুরোহিত থেকে সাধারণ মানুষ সকলে।
এমনি এক বিয়ের জন্য বহু মানুষের জমায়েত দেখা গেলো পান্ডুয়া ব্লকের সিমলাগড় কালী মন্দিরে। বিয়ের দিনগুলিতে অনেক পরিবার তাদের ছেলে মেয়েদের এই মন্দির থেকে বিয়ে দেন।


সোমবার ও ছিলো বিয়ের দিন।বহু ছেলে মেয়ে এখানে এসেছিলো বিয়ে করতে । একে একে ৭-৮ টি বিয়ে হয় এখান থেকে। কিন্তু বিয়ের আনন্দে সকলে মেতে ওঠার কারনে নতুন বর থেকে নতুন বউ কারুর মুখে ছিলোনা মাস্ক। ছিলোনা কোন সামাজিক দূরত্ব। মন্দির প্রাঙ্গনে ভীর একেবারে উপছে পরছিলো।
শুধু বর,বউই নই তাদের পরিবারের কয়েক জন ছাড়া কেউ দূরত্ব বজায় তো দূরের কথা মুখে মাস্ক পর্যন্ত পরেনি।
মন্দিরের পুরোহিতরা অবশ্য এ কথা স্বীকার করে নিয়ে বলেন, আমরা বহু বার সকলকে বলছি মাস্ক পরুন এবং মন্দিরের ভেতরে অযথা ভীর করবেন না।দূরত্ব বজায় রাখুন।কিন্তু কেউ আমাদের কথা শুনছেনা।যার যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে।

Related posts

ক্রীড়ানুষ্ঠানে বিভেদ ভূলে ঐক্যের বার্তা সিয়ামত আলীর

E Zero Point

মেমারি থানায় স্বাধীনতা দিবস উদযাপন

E Zero Point

নির্বাচনী প্রচারে পূর্বস্থলীর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব ভৌমিক

E Zero Point

মতামত দিন