02/05/2024 : 7:47 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সরকারি স্বীকৃতি

জিরো পয়েন্ট নিউজ – গৌরাঙ্গ বটব্যাল, তারকেশ্বর, ২৪ অগাষ্ট ২০২০:


আজ সোমবার তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সংগঠন সরকারি স্বীকৃতি লাভ করল, তাদের প্রধান কেন্দ্র তারকেশ্বর বিপিআর গেটে অবস্থিত কেন্দ্র থেকে ভার্চুয়াল সভার মাধ্যমে তারা জানতে পারেন এ খবর,স্কিল ইন্ডিয়া টেকনিক্যাল সেকশন আধিকারিক রাজকুমার ঝাঁ তাদেরকে ধন্যবাদ জানান , তারকেশ্বর কেন্দ্রের সভাপতি কৌশিক সামন্ত জানান আজ থেকে প্রায় 38 বছর আগে এই তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের সূচনা হয়,এত দিন লড়াই চালিয়ে আজ তার স্বীকৃতি লাভ করল, আমাদের সংগঠনের প্রধান উদ্দেশ্য হচ্ছে সমাজের পিছিয়ে পড়া মানুষকে প্রশিক্ষণ দিয়ে আর্থিক ও সামাজিক কাজের মধ্য দিয়ে তাকে সাহায্য করা, তিনি আরো জানান তারকেশ্বর ছাড়াও পুরুলিয়ার আংরো,পশ্চিম মেদিনীপুর এর পিংলায়, বাঁকুড়ার খাতরায় তাদের এই সংগঠনের শাখা আছে, প্রথম পিএম এফ ডি টি( রোজগার ভারত) প্রকল্পের মাধ্যমে সারাবাংলার এই সংগঠনের আনুমানিক 6 হাজার সদস্যকে প্রশিক্ষণের মধ্যে দিয়ে আর্থিক ও সামাজিক ভাবে তাদেরকে সাহায্য করা হবে বলে তিনি জানান,

Related posts

ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান

E Zero Point

আগামী বাংলা গঠনে প্রবুদ্ধ নাগরিকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

E Zero Point

জীবন্ত মা দুর্গার আরাধনায় মন্ত্রী স্বপন দেবনাথ

E Zero Point

মতামত দিন