21/05/2024 : 11:41 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

করোনা আক্রান্তের পাশে মেমারি১ বিজ্ঞান কেন্দ্র

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৮ অগাস্ট ২০২০:


মেমারি হাসপাতাল মোড়ে, করোনা আক্রান্ত রোগীর পরিবারের বাড়ির চারদিক বাঁশ বেঁধে দিয়েছে প্রশাসন। বাড়ি থেকে বের হতে মানা। প্রান্তিক মানুষ তাই খাবে কি? পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মেমারি ১ বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে সেই বাড়িতে দিয়ে আসা হলো খাদ্যসামগ্রী চাল, ডাল আলু, পেঁয়াজ, তেল।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ গত মার্চ মাস থেকে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় কর্তব্য বিষয়ে প্রচার, মাস্ক, স্যানিটাইজার, খাদ্য, সব্জী বিলি করে চলেছে l এলাকাগুলিতে স্যানিটাইজেশন করার সাথে, স্থানীয় বিজ্ঞান কর্মীরা আহ্বান জানিয়েছে “সামাজিক দূরত্ব নয়, শারীরিক দূরত্ব বজায় রেখেই সামাজিকতা বজায় রাখুন”।

Related posts

করোনাকালে লক্ষীলাভের আশায় কালনাবাসী

E Zero Point

কালনা হাসপাতালে একদিনে ৪ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত 

E Zero Point

সদিচ্ছা ফাউন্ডেশনের পথ চলা শুরু কালনায়

E Zero Point

মতামত দিন