04/05/2024 : 4:31 AM
আমার দেশশিক্ষা

সরকারের মানবসম্পদ ব্যবস্থাপনায় “মিশন কর্মযোগী” ক্রমাগত উন্নতিতে সাহায্য করবেঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ৩ সেপ্টেম্বর, ২০২০:


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মিশন কর্মযোগী প্রকল্পটি সরকারি কর্মী ও আধিকারিক বিশেষ করে যারা সিভিল সার্ভিসের সঙ্গে যুক্ত, তাদের কাজের ক্ষেত্রে দক্ষতা আরও বাড়ানোর সুযোগ এনে দেবে। আজ একাধিক ট্যুইট বার্তায় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন, ইন্ট্রিগ্রেটেড গভর্নমেন্ট অনলাইন ট্রেনিং(iGOT)এর মাধ্যমে মানবসম্পদ ব্যবস্থাপনা এবং ক্রমাগত শিক্ষাগ্রহণ সম্ভব হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, “মিশন কর্মযোগী”র লক্ষ্য হলো সিভিল সার্ভেন্টদের ভবিষ্যতে এমন ভাবে গড়ে তোলা যাতে তারা স্বচ্ছতার সঙ্গে এবং প্রযুক্তির মাধ্যমে আরও সৃজনশীল,গঠনমূলক এবং উদ্ভাবনমূলক কাজ করতে পারে।

Related posts

মেজর ধ্যানচাঁদ ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন মিরাটে

E Zero Point

হিমবাহ ভেঙে জোশীমঠে মৃত্যু ৮ জনের, উদ্ধার শতাধিক মানুষ

E Zero Point

অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ২৯ কোটি টাকা ও ৫ কেজি সোনা

E Zero Point

মতামত দিন