02/05/2024 : 5:54 AM
আইপিএল2020ক্রিকেটখেলা

আইপিএলের থিম সং চুরি করা!

আইপিএলের এবারের সংস্করণের অফিশিয়াল থিম সং নাকি চুরি করা!

গত রবিবার এক টুইটে ১৩তম সংস্করণের থিম সংয়ের সঙ্গে সবাইকে পরিচিত করিয়ে দেয় তারা। এই গানে রয়েছে সাম্প্রতিক করোনাকালের প্রতিচ্ছবি। ‘আয়েঙ্গে হাম ওয়াপস’ নামে এই গানের কথাগুলো করোনাভাইরাস মহামারী থেকে ঘুরে দাঁড়ানোর পক্ষে প্রেরণাদায়ক।

কিন্তু দিল্লির র‌্যাপ গায়ক কৃষ্ণ কাউলের অভিযোগ, ২০১৭ সালে ‘দেখ কউন আয়া ওয়াপস’ নামে একটি গান গেয়েছিলেন তিনি। সেই গান থেকে চুরি করা হয়েছে এবার আইপিএলের থিম সং।

ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য বলছে, এ রকম কোনো অভিযোগ তারা পায়নি।

Related posts

টুইটারে ওয়ার্ন-হার্শার লড়াই

E Zero Point

আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে মুখ উজ্জ্বল করলো মেমারির ক্ষুদেরা

E Zero Point

ইউএস ওপেনে তৃতীয় রাউন্ডে জোকোভিচ

E Zero Point

মতামত দিন