09/05/2024 : 10:34 PM
খেলা

মাটির বাগ কাপ ২০২৪ ক্রিকেট প্রতিযোগিতা বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ, বর্ধমান, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ :


মাটির বাগ কাপ ২০২৪ ক্রিকেট প্রতিযোগিতা আয়োজিত হল বর্ধমান ডেন্টাল মেডিকেল কলেজ মাঠে, সহযোগিতায় লেট কুলদীপ সিং সালুয়া রিপোর্টার্স কাপ ২০২৪, এ বছরের নবমতম পদর্পণ করল এই মাটির বাগ কাপ ২০২৪, এবছরের খেলায় মোট আটটি সাংবাদিকের টিম অংশগ্রহণ করে সেই সমস্ত টিমের বর্ধমান জেলায় বেশ কিছু বর্ধমান শহর লাগুয়া জায়গার নাম দিয়ে টিম ভাগ করা হয় তার মধ্যে যেমন ছিল গলসি একাদশ ক্যাপ্টেন ছিলেন পল্লব দাস, কাটোয়া একাদশ ক্যাপ্টেন রাজীব মন্ডল, খণ্ডঘোষ একাদশ ক্যাপ্টেন রাজু দাস, বর্ধমান দক্ষিণ একাদশ ক্যাপ্টেন পুলক যশ, কালনা একাদশ ক্যাপ্টেন পিন্টু প্যাটেল, বর্ধমান উত্তর একাদশ ক্যাপ্টেন তন্ময় সাহা, গুসকরা একাদশ ক্যাপ্টেন শেখ কিটটু, মেমরি একাদশ ক্যাপ্টেন রোহান প্যাটেল, এই আটখানা টিম নিয়ে তৈরি হয় এই টুর্নামেন্ট।

তার মাঝে একটি হয় প্রীতি ম্যাচ মাটির বাগ কাপ ২০২৪ সাংবাদিক একাদশ বনাম লেট কুলদীপ সিং স্যালুজা রিপোর্টার্স কাপ ২০২৪, এই দুইটি টিমের মধ্যে জয়ী হয় মাটির বাগ কাপ ২০২৪, তার মধ্যে ছিল ম্যান অফ দ্যা ম্যাচ ম্যান অব দ্যা সিরিজ বেস্ট বোলার বেস্ট ফিল্ডার তাদেরকেও পুরস্কৃত করা হয়। পরাজিত হয়, লেট কুলদীপ সিং সলুযা রিপোর্টার্স কাপ ২০২৪।

টোটাল খেলায় চূড়ান্ত পর্বে দুই টিম সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় কাটোয়া একাদশ সঙ্গে কালনা একাদশ দুই দলের ক্যাপ্টেন ছিলেন পিন্টু প্যাটেল ও রাজীব মন্ডল এই হাড্ডা হাড্ডি লড়াইয়ে ফাইনালে জয় লাভ করে কাটোয়া টিম একাদশ এবং রানার্স হম কালনা টিম একাদশ, এই দুইটি টিমের ক্যাপ্টেন কে দুইটি সার্টিফিকেট পুরস্কার দেওয়া হয়।

প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে খেলা কে পরিচালনা করার জন্য এই পুরস্কার দিলেন কৃষ্ণকান্তি মল্লিক তার বাবার স্মৃতির উদ্যোগে, এই খেলায় ম্যান অব দ্যা সিরিজ ও বেস্ট ব্যাটসম্যান পুরস্কার দেয়া হয় ও এক ওভারে পাঁচটি উইকেট এবং চারটি ছয় তার জন্য সে পায় দুইটি বর্মন ব্র্যান্ডের চশমা ও একটি লাল বল ছিনিয়ে নেন রাজীব মন্ডল ২০২৪ এ সেরা প্লেয়ার হিসেবে ঘোষিত হল তিনি, ম্যান অফ দ্যা ম্যাচ হয় তানভির আলী শেখ, বেস্ট ফিল্ডার হয় শফিকুল ইসলাম, দুইটি বলে দুইটি ছয় মেরে ব্রান্ডের চশমা বর্মন থেকে পুরস্কার পান সৌমেন সেন।

এই খেলায় প্রথম থেকে সহযোগিতায় যারা ছিলেন তাদের পুরষ্কৃত করা হয়, এর মধ্যে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। যেখানে ছিলেন উপদেষ্টা কমিটি স্বপন মুখার্জি, বুলবুল কোনার, উদিত সিংহ,পার্থ চৌধুরী, মুকুল রহমান, আলাম বাবু, এই খেলায় যারা প্রথম থেকে সহযোগিতা ছিলেন নাম লিস্ট থেকে শুরু করে সমস্ত কাজকর্মে তাদেরকে সম্মানিত করা হয় খেলার শেষে ছিলেন শেখ পিন্টু, সুশান্ত বাগ, ও অতিথি হিসেবে মঞ্চে ছিলেন, মহেন্দ্র সিং শালুজা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অজিত খাঁ, আইনজীবী পার্থ হাটি, সমাজসেবী বিশ্বের চৌধুরী, ব্রাইট একাডেমিক কর্ণধার মেডিটেক হসপিটালের কর্ণধার সহ বিশিষ্ট মানুষজন।

উদ্যোক্তা পিন্টু প্যাটেল জানান সারাবছর কাজকর্মের মধ্যে থেকে হাতে পেন খাতা বুম ক্যামেরা নিয়ে কাজ করতে করতে একটা দিন সময় দিয়ে এই ক্রিকেট টুর্নামেন্টই করা হয় সাংবাদিকদের মধ্যে একটু আলাদা করে মাঠে নামিয়ে শরীর চর্চা এবং অন্য মেজাজে অংশগ্রহণ করার জন্য সমস্ত সাংবাদিকদের ধন্যবাদজ্ঞাপন করেছেন বর্ধমান জেলার সাংবাদিকগন যার রয়েছেন ,তার মধ্যে ৯০% মাঠে অংশগ্রহণ করেছেন সিনিয়র জুনিয়র সমস্ত সাংবাদিক বন্ধুগণ, এই খেলা দেখতে দেখতে ৯ বছরের পা দিলেও খেলার মান আরোই বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তা পিন্টু প্যাটেল।

সহযোগী মহেন্দ্র সিং সালোজা জানান আগামী বছর আরও বড় করে টুর্নামেন্ট করা হবে সেইখানে প্রশাসন আইনজীবী থেকে শুরু করে সাংবাদিক পৌরসভা কর্মীদের নিয়ে দুদিন ব্যাপী টুর্নামেন্ট হবে, এইভাবে তিনি সহযোগিতা করবেন আরো মাটির বাগ কে, মাঠ সাজানোর দায়িত্বই নিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর অজিত খাঁ তিনি বলেন যতদিন মাটির বাগ টুর্নামেন্ট চলবে ততদিনই তিনি চেষ্টা করবেন এই মাঠকে এইভাবে সুন্দর করে সাজিয়ে তোলা এবং আমারও ভালো লাগে সাংবাদিকদের সঙ্গে একদিন মাঠে থেকে এই খেলায় আনন্দ উপভোগ করা, সিনিয়র সাংবাদিকদের মধ্যে মাঠে উপস্থিত ছিলেন উদিত সিংহ,সৌমেন দত্ত, বৈদ্যনাথ কোনার, রামকুন্ডু, স্বপন মুখার্জি, মুকুল রহমান, শফিকুল ইসলাম, কিশোর মাকর, রামনারায়ণ চতুর্বেদী, মনি মোহন গোস্বামী, মোশারফ আজম, নয়ন রায়, গৌতম চন্দ্র দাস, কানাইলাল বিশ্বাস, প্রদীপ মণ্ডল, সমরজিৎ দাস, শান্তনু পাঁজা, সহ অন্যান্য সাংবাদিক সদস্যগণ।

Related posts

করোনাতঙ্ক কাটল কলকাতা নাইট রাইডার্স শিবিরে

E Zero Point

ইউএস ওপেনে জয়ের ধারা অব্যাহত, সেমিফাইনালে নওমি ওসাকা

E Zero Point

স্টার্লিংয়ের গোলে শেষ মুহূর্তে জয় ইংল্যান্ডের

E Zero Point

মতামত দিন