28/04/2024 : 2:46 PM
আমার বাংলাআরামবাগদক্ষিণ বঙ্গহুগলি

বিজেপি ক্ষমতায় এলে অন্য রাজ্যে কাজে যেতে হবে নাঃ সায়ন্তন বসু

জিরো পয়েন্ট নিউজ – গৌরাঙ্গ বটব্যাল, আরামবাগ, ১ অক্টোবর ২০২০:


“আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আরামবাগের যুবককে, হুগলির যুবককে, কলকাতার যুবককে কাজের জন্য বোম্বে, গুজরাট, কর্ণাটক অর্থাৎ বাইরের বিজেপি শাসিত রাজ্যে যেতে হবে না। এই রাজ্যে-ই তাদের চাকরি ব্যবস্থা হবে। ‘আরামবাগের গৌরহাটি মোড়ে “চা এ পে চর্চা” কর্মসূচিতে বিজেপি নেতা সায়ন্তন বসু বললেন একথা।
গত কাল সকালে আরামবাগের গৌরহাটি মোড়ে “চা এ পে চর্চা” কর্মসূচিতে বিজেপি নেতা সায়ন্তন বসু উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি তৃণমূল কংগ্রেসের কৃষি বিল সংক্রান্ত বিলের বিরোধিতা প্রসঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন “আরামবাগের কৃষক ৫ টাকায় আলু বিক্রি করেছে আর কলকাতার বাজারে ৪৫ টাকায় সেই আলু বিক্রি হয়েছে। মাঝে ৪০ টাকার মুনাফা পেয়েছে ফোরে-দালালরা। আর তার কমিশন পেয়েছে তৃণমূল। কেন্দ্রীয় সরকারের নতুন কৃষিবিলের ফলে সেটা বন্ধ হয়ে যাবে। কৃষকরা সরাসরি কলকাতায় বিক্রি করতে পারবে এবং ইচ্ছামতো দামে বিক্রি করতে পারবে।

Related posts

ভাতার প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে ছাগল বিতরণ

E Zero Point

মানকরে আন্তর্জাতিক যোগ দিবস পালন

E Zero Point

মানব তথা প্রকৃতির কল্যাণের জন্য ১১ বছর ধরে পূজো বর্ধমানে

E Zero Point

মতামত দিন