20/05/2024 : 3:54 AM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

কান্দি অডিটোরিয়াম বেসরকারীকরণের প্রতিবাদ কর্মসূচি

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১০ অক্টোবর, ২০২০:


বহু আন্দোলনের পর কান্দিতে একটি অডিটোরিয়াম তৈরি হয়েছে জেলা পরিষদের অধীনে।কান্দির মনীষী আচার্য রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর নামে নামাঙ্কিত এই অডিটোরিয়াম, বর্তমানে টেন্ডার দেওয়ার প্রতিবাদে কান্দির সংস্কৃতির সমন্বয় কমিটির সদস্যবৃন্দরা।

তাদের কনভেনশন করার কথা ছিল কান্দি পৌরসভার হলে কিন্তু বিশেষ কারণবশত হল না মেলায় তাদের কনভেনশন অনুষ্ঠিত হয় কান্দির শিল্পী নিকেতনের হলে। তাদের দাবি কান্দির অডিটোরিয়াম যেন বেসরকারিকরণ না করা হয় নইলে তারা বৃহত্তর ও আন্দোলনে যেতে রাজি আছি।

 

Related posts

মেমারি আমাদপুরে আদিবাসী মেলা

E Zero Point

পৌরসভার গোডাউনের পাশে আবর্জনা ও জল

E Zero Point

মহারাষ্ট্র থেকে বাংলায় করোনা নিয়ে আসছে রেল, সংক্রমণ হলে দায় কে নেবেঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point

মতামত দিন