05/05/2024 : 12:27 AM
আমার বাংলাকোন্নগরদক্ষিণ বঙ্গহুগলি

কোন্নগরে ইমারতী ব্যাবসায়ীর প্রতারণা

জিরো পয়েন্ট নিউজ – বিশ্বজিৎ মন্ডল, হুগলি, ১৭ অক্টোবর, ২০২০:


লকডাউনে মানুষের কাজ নেই অর্থের অভাব তার মধ্যে কোন্নগরে ইমারতী ব্যাবসায়ীর প্রতারণা। কোন্নগর বেঙ্গল ফাইন মোর এলাকার ইমারোতী ব্যাবসায়ী প্রদীপ দত্ত এলাকায় বালি সিমেন্ট রড সরবরাহ করে থাকেন।প্রদীপ দত্ত এলাকার প্রমোটার সন্দীপ সিং কে গতকাল ২ বান্ডিল ৮ এর রড এবং আজ ফের ২বান্ডিল ৮ এর রড সরবরাহ করেন। প্রদীপ দত্ত নিজের দোকানের কাটায় রড ওয়েট করলে সেখানে দেখা যায় ১০১ কেজি ৪০০ গ্রাম হয়,প্রমোটার যখন অন্য একটি কাটায় ওয়েট করে তখন দেখা যায় ৯৬ কেজি অর্থাৎ প্রায় ৫ কেজি ওয়েট কম হয়।প্রমোটার পাপ্পুর দাবি এই ভাবে যদি প্রতারণা করে তাহলে মানুষ কোথায় যাবে।আমি চাই অভিযুক্ত রড ব্যাবসায়ীর উপযুক্ত শাস্তি দেওয়া হোক।

Related posts

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত সাহিত্যিক অনীশ দেব

E Zero Point

কাউন্সিলরকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ মেমারি পৌরসভায়

E Zero Point

পুরভোটের কারণে পিছিয়ে গেল কলকাতা বইমেলা

E Zero Point

মতামত দিন