08/05/2024 : 8:16 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পুঁজির অভাবে পুজোর সিঙ্গা কম তৈরি হচ্ছে কালনায়

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ১৩ নভেম্বর, ২০২০:


করোনা পরিস্থিতির জন্য সব পুজো অনুষ্ঠান হচ্ছে নানা রকম বিধিনিষেধ মেনে, জাঁকজমক হীন পূজো হচ্ছে। সামনেই দীপাবলি কিন্তু এই দীপাবলিতে কালী পূজো হলেও তা হবে আড়ম্বর হীন, কোনো রকম জৌলুস থাকবেনা পুজোতে।

সেই কারণেই পুজোর সময় যে সিঙ্গা বানানো হয়, এই বছর অনেক পরিমানে কম বানানো হচ্ছে। ট্রেন চলাচল না করার জন্য বাইরে মাল পাঠানো সম্ভব হচ্ছেনা। কারিগরদেড় মজুরি সময় মতন দিতে পাচ্ছে না, পুঁজির অভাব দেখা দিয়েছে, তাই সরকারের কাছে অনুরোধ যদি সরকার কোনো আর্থিক সাহায্য করে তাহলে খুব উপকার হবে।

Related posts

বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণঃ ৪ জঙ্গির ৭ বছরের সশ্রম কারাদণ্ড

E Zero Point

মানবিক মহকুমাশাসক – অসুস্থ বৃদ্ধাকে কোলে করে হাসপাতালে পৌঁছালেন মেমারিতে

E Zero Point

বিশ্ববাংলা শারদ সম্মানে ভূষিত পাল্লারোড পল্লিমঙ্গল সমিতি

E Zero Point

মতামত দিন