আমিরুল ইসলামঃ পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের মহাচান্দা গ্রাম পঞ্চায়েতের বাসুদা শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এর উদ্যোগে প্রায় পাঁচটি গ্রামের ২০০ টি বাড়ির হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন রকম খাদ্য সামগ্রী।
বাসুদা শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম সারাবছর নানান কাজের সঙ্গে যুক্ত থাকেন যেমন রক্ত দান, বস্ত্র দান ও দাতব্য চিকিৎসালয়।
করোনা ভাইরাসের ফলে গোটা দেশ সমস্যার মধ্যে রয়েছে। সেই সময় বাসুদা শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এর উদ্যোগে খুশি হয়েছেন এলাকার সকল সম্প্রদায়ের মানুষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুমন্ত বন্দ্যোপাধ্যায় ও আশ্রমের মহারাজ স্বামী ধ্যানানন্দ, আশ্রমের সহ সভাপতি নব কুমার ঘোষ ও বিশিষ্ট সমাজসেবী বলাই মন্ডল, পার্থ সূত্রধর।
আশ্রমের মহারাজ জানান, লকডাউন এর জন্য বেশকিছু মানুষ সমস্যায় পড়েছেন। ইতিপূর্বে আমরা একবার খাদ্য সামগ্রী বিতরণ করেছিলাম। আজ দ্বিতীয় পর্যায় খাদ্য সামগ্রী বিতরণ করলাম ।
