বিশেষ প্রতিনিধি, পাল্লারোডঃ করোনা মোকাবিলায় সচেতনতা দরকার সর্বস্তরে , প্রশাসনের তরফে বারবার বলেও যখন অনেকাংশে কাজ হচ্ছে না, মাস্ক ছাড়াই রাস্তায় বেরুচ্ছে মানুষ তখনই মাঠে নামল পুলিশ, না প্রথমেই কড়া পদক্ষেপ না , মানুষকে সচেতন করতে বিনামূল্যে মাস্ক বিলি করবে বর্ধমান থানা , সেই সচেতনতার অঙ্গ হিসাবে পল্লিমঙ্গল সমিতি ও ফ্যালকন মোটর স্পোর্টস ক্লাবের যৌথ প্রচেষ্টায় ২০০০ পিস মাস্ক তুলে দেওয়া হল বর্ধমান থানার আই.সি. পিন্টু সাহার হাতে।
পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির সন্দীপন সরকার জানান যে, এই মাস্ক বিলি করা হবে পথচলতি সাধারণের হাতে বিনামূল্যে, মানুষ সচেতন হলেই করোনার নির্মূল সম্ভব, এরপরেও যদি জনগণ সচেতন না হয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া উচিৎ বলে মনে করি।