06/05/2024 : 5:38 PM
আউসগ্রামআমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কোনো মিথ্যা তথ্য নয় গত পাঁচ বছরের উন্নয়ণের রিপোর্ট কার্ডঃ বিধায়ক অভেদানন্দ থাণ্ডার

জিরো পয়েন্ট নিউজ – জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আউসগ্রাম, ১৩ ডিসেম্বর, ২০২০:


উন্নয়ন ও জনসংযোগকে হাতিয়ার করে বিধায়ক নির্বাচিত হওয়ার পর নিয়মিত নিজ এলাকার বিভিন্ন গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডার। একই ভাবে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে ‘বঙ্গধ্বনি যাত্রা’ কর্মসূচিকে সফল করার জন্য ১২ ই ডিসেম্বর প্রায় সারাদিন ধরে সংশ্লিষ্ট বিধানসভার বিধায়ক নিজ এলাকার আলিফনগর, ওয়ারিশপুর সহ প্রায় ছ’টি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে গত দশ বছর ধরে গোটা রাজ্যের সঙ্গে বিগত পাঁচ বছর ধরে এই এলাকায় কি কি জনকল্যাণমূলক কাজ হয়েছে সেই ফিরিস্তি মানুষের সামনে তুলে ধরেন। বিধায়কের সঙ্গে ছিলেন জেলার সাধারণ সম্পাদক সালেক রহমান, ব্লকের কার্যকরি সভাপতি প্রশান্ত গোস্বামী, যুব তৃণমূল সভাপতি ইন্তাজুল সেখ সহ তৃণমূলের স্হানীয় নেতা-কর্মীরা।


পরে বিধায়ক বলেন – কোনো মিথ্যা তথ্য নয় গত পাঁচ বছর ধরে এলাকায় যেসব কাজ হয়েছে তাই মানুষের সামনে তুলে ধরেছি। মাথার উপর মমতাময়ী দিদি মমতা ব্যানার্জ্জী এবং ‘দাদা’ অনুব্রত মণ্ডল থাকায় আমার পক্ষে কাজ করাও সুবিধা হয়েছে। এছাড়া উন্নয়নের প্রশ্নে দলীয় নেতা-কর্মীরাও সজাগ আছে।

Related posts

“আরবি”র সামাজিক উদ্যোগ

E Zero Point

পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা “আঁচলের”

E Zero Point

পান্ডুয়া ব্লকের শ্রী মহিলা স্বয়ংবর গোষ্ঠীর উদ্যোগে বৃক্ষরোপণ ও কোয়ারেন্টাইন সেন্টারে ত্রাণ বিলি

E Zero Point

মতামত দিন