04/05/2024 : 6:12 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পরশপাথরের উদ্যোগে বর্ণে পরিচয়ঃ হাসি ফোটালো পড়ুয়াদের মুখে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ২৬ জানুয়ারি ২০২১:


মেমারির জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা পরশপাথরের উদ্যোগে বর্ণে পরিচয় প্রকল্পটি ২৬শে জানুয়ারি দুই দফা প্রথম কলানবগ্ৰাম তারপর কোলসরা হয়ে সম্পূর্ণ হলো। মোট একশো জনকে শিক্ষার সামগ্ৰী(ব্যাগ, পেন্সিল, রাবার, কল, খাতা, বাংলা, অঙ্ক, আঁকার খাতা, রং পেন্সিল, পেন, স্কেল, পেন্সিল বক্স, বিস্কুট এবং চকোলেট) তুলে দেওয়া হয়েছিল দুঃস্থ, অসহায় ছোট ছোট ছেলে-মেয়েদের হাতে।

টিম পরশপাথরের অপূর্ব সু, বাসুদেব সু, সৌরিন ঘোষ, রিয়া খাতুন, রিয়া মল্লিক, সম্প্রীতি মন্ডল, সৌনক মন্ডল, রজত ঘোষ, মৌসুমি সু, অদিতি চক্রবর্তী সহ কলানবগ্ৰামের শিক্ষক, শিক্ষিকারাও উপস্থিত ছিলেন।

 

Related posts

ছেলের হাতে মারধর ও প্রাণনাসের হুমকি পেয়ে পুলিশ সুপারের দারস্থ বৃদ্ধা

E Zero Point

বিষ মদ কান্ডঃ বর্ধমানে মৃতের সংখ্যা বেড়ে ৪

E Zero Point

সদিচ্ছা ফাউন্ডেশন উদ্যোগে সম্প্রীতির ঈদ মিলন উৎসব

E Zero Point

মতামত দিন